
সম্প্রতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য রুশ যন্ত্রপাতি নিয়ে আরও একটি জাহাজ মোংলা সমুদ্রবন্দরে পৌঁছেছে। এমভি অপরাজিতা জাহাজটি প্রায় ১ হাজার ২০০ টন ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট বন্দরে ডেলিভারি করেছে।
আজ বৃহস্পতবিার এই কেন্দ্র নির্মাণকারী রাশিয়ার রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান রোসাটমরে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি মাসের মধ্যেই যন্ত্রপাতির এই চালান রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছাবে।
এর আগে ফেব্রুয়ারি মাসে দুটি জাহাজে ২ হাজার ৭০০ টনের বেশি যন্ত্রপাতি মোংলা বন্দরে ডেলিভারি করে।
এএসই ভাইস প্রেসিডেন্ট এবং রূপপুর এনপিপি নির্মাণ প্রকল্পের পরিচালক আলেক্সি দেইরি বলেন, এসব যন্ত্রপাতিসহ অন্যান্য মালামাল পৌঁছার কারণে উন্মুক্ত অবস্থায় প্রথম ইউনিটের রিয়্যাক্টরের নিরাপত্তা ব্যবস্থার ফ্লাশিংয়ের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করা সম্ভব হবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জেনারেল ডিজাইনার ও কন্টাক্টর রাশিয়ার রসাটম করপোরেশনের প্রকৌশল শাখা। প্রকল্পটিতে দুটি ইউনিট স্থাপিত হবে। প্রতিটির উৎপাদন ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। প্রতিটি ইউনিটে থাকছে ৩+ প্রজন্মের রুশ ভিভিইআর রিয়্যাক্টর, যেগুলো সব আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম।