বাংলাদেশের ৬৪ জেলায় মসজিদ করতে চান আরাভ খান

রবিউল ইসলাম ওরফে আরাভ খান।
রবিউল ইসলাম ওরফে আরাভ খান। পুরোনো ছবি

বাংলাদেশের ৬৪ জেলায় ৬৪টি মসজিদ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খান। আজ বৃহস্পতিবার দুবাই থেকে ‘আরাভ খান’নামে ফেসবুক প্রোফাইল থেকে লাইভে এসে এ কথা জানান তিনি।

ফেসবুক লাইভে পুলিশ সদস্যকে খুনের মামলায় গুমের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করার পাশাপাশি তার নামে একাধিক অস্ত্র মামলা থাকার কথাও জানান এই স্বর্ণ ব্যবসায়ী।

রবিউল ইসলাম ওরফে আরাভ খান।
পুলিশকে খুন করেননি, ছিলেন গুমের সঙ্গে, স্বীকার আরাভ খানের

এ বিষয়ে আরাভ তার ফেসবুক লাইভে বলেন, ‘শত ঝড় তুফানের মধ্যে আমার অনুষ্ঠান সুন্দর ও সফলভাবে শেষ হয়েছে। এতকিছু শোনার পরও সাকিব আল হাসান ভাই পিছু হাঁটেননি, তাকে ধন্যবাদ।’

উল্লেখ্য, বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান দুবাইয়ে ‘আরাভ জুয়েলারি’  উদ্বোধন করতে গেলে দেশজুড়ে তুমুল বিতর্ক সৃষ্টি হয়। ওই জুয়েলারির মালিক আরাভ খান।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com