করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।পুরোনো ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে করোনা পজিটিভ রিপোর্ট পেয়েছেন তিনি। এরই মধ্যে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।

মির্জা ফখরুল গতকাল সোমবার দুপুর থেকে অসুস্থ বোধ করছিলেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন ফখরুল। এ নিয়ে মোট তিনবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন বিএনপির মহাসচিব।

জানা গেছে, করোনাভাইরাসের টিকার চারটি ডোজ নিয়েছিলেন মির্জা ফখরুল।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com