
এখনো ধীর গতিতে চলছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। ভোটাররা ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার না জানায় ভোট দিতে দেরি হচ্ছে। অনেক ভোটারের আঙুলের ছাপ মেশিনে না মেলার কারণে ভোট দিতে দেরি হচ্ছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গীর গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এমন তথ্য জানা গেছে। কেন্দ্রে ভোটগ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, মহিলাদের হাতে মেহেদি ও মাথায় তেল দেওয়ার কারণে হাতের ফিঙ্গার মিলেনা। তা ছাড়া অধিকাংশ ভোটার ইভিএমে কিভাবে ভোট দিতে হবে, তা জানে না। যে কারণে ভোট দিতে দেরি হচ্ছে।
ভোটার শাহ আলম বলেন, ইভিএম মেশিনে কিভাবে ভোট দিতে হয় আমি ঠিকমতো বুঝতে পারছি না। বুঝিয়ে দেওয়া পর ভোট দিতে পারছি।
কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার আব্দুল কাদের বাবু জানান, তার কেন্দ্রে প্রায় আড়াইহাজার ভোট। সাতটি বুথে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে।