বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
দুলাল হোসেন
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৫৪ এএম
অনলাইন সংস্করণ

নদীর পাশের স্থাপনায় এসটিপি বাধ্যতামূলক

নদীর পাশের স্থাপনায় এসটিপি বাধ্যতামূলক

ঢাকার আশপাশের নদীগুলোকে দূষণ থেকে রক্ষায় তীরবর্তী স্থাপনায় সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট (এসটিপি) স্থাপন বাধ্যতামূলক করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনার (ড্যাপ) নির্বাহী কমিটির এক সভায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে।

গত বছরের ২৩ আগস্ট রাজউক প্রণীত ড্যাপ ২০২২-৩৫-এর প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। প্রণীত ড্যাপে ১ হাজার ৫২৮ বর্গকিলোমিটার এলাকার আবাসিক, বাণিজ্যিক, শিল্প এলাকাসহ কৃষি, জলাশয়, বনাঞ্চল, উন্মুক্ত স্থান, পার্ক, স্কুল-কলেজ নির্মাণ, যোগাযোগ, বন্যাপ্রবাহ এলাকাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। প্রণীত ড্যাপে অনেকগবিষয় গুরুত্ব পেয়েছে, যার একটি হচ্ছে এসটিপি।

ড্যাপের প্রজ্ঞাপন জারির পর এর প্রস্তাবনা বাস্তবায়নের বিষয়ে পদক্ষেপ গ্রহণের সম্প্রতি রাজউক ভবনে ড্যাপ কার্যনির্বাহী কমিটির একটি সভা সংস্থাটির চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় নদীর আশপাশে ইমারত নির্মাণকালে এসটিপি বাধ্যতামূলক করার বিষয়ে আলোচনা হয়।

কার্যনির্বাহী কমিটির সভার কার্যপত্রে বলা হয়, সভায় রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ ও ড্যাপের পরিচালক মো. আশরাফুল ইসলাম নদীর আশপাশের যে কোনো ইমারত নির্মাণের ক্ষেত্রে বাধ্যতামূলক এসটিপি থাকার বিষয়ে প্রস্তাব পেশ করেন। সভায় রাজউক চেয়ারম্যান এসটিপি স্থাপনের সঙ্গে একমত পোষণ করে বলেন, নদী দূষণ প্রতিহত করতে এসটিপি থাকতে হবে। এটি বাস্তবায়নের কাজটি করবে স্থানীয় সরকার।

সভায় ঢাকা ওয়াসার (এসই ও পিডি-ইডব্লিউএসপি) নুরুল ইসলাম বলেন, ঢাকা ওয়াসার মাস্টার প্ল্যান অনুযায়ী ৫টি এসটিপি স্থাপন করা হচ্ছে।

জানতে চাইলে রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম বলেন, ঢাকা শহরের আশপাশের নদীগুলো বিভিন্ন কারণে দূষণ হচ্ছে। নদীর আশপাশে

কলকারখানাসহ যেসব স্থাপনা রয়েছে সেগুলোর বর্জ্য নদীতে গিয়ে পড়ছে। নদী দূষণ বন্ধ করতে হলে কলকারখানার বর্জ্যসহ যে কোনো ধরনের ময়লা-আর্বজনা যেন নদীতে না পড়ে, সে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের ড্যাপের নির্বাহী কমিটির সভায় বিষয়টি নিয়ে অনেক আলোচনা হয়েছে। সভায় নদীর আশপাশের যে কোনো স্থাপনা নির্মাণের ক্ষেত্রে এসটিপি বাধ্যতামূলক করার বিষয়ে আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন দায়িত্ব পালনকালে পাঁচ কাঠার বেশি আয়তনের জমিতে ভবন নির্মাণকালে এসটিপি স্থাপন করার নির্দেশ দিয়েছিলেন। মন্ত্রীর নির্দেশনা থাকার পরও বিষয়টি বিধিমালায় না থাকায় বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এখন বিধিমালা সংশোধন করা হচ্ছে, তাতে এসটিপি স্থাপনের বিষয়টি বাধ্যতামূলক করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরের ঘটনা আদিম যুগের বর্বরতাকেও হার মানিয়েছে : আব্দুর রহমান

২৪ ঘণ্টায় যুবলীগ ও ছাত্রলীগের ২ কর্মী খুন

ইরান-ইসরায়েল সংঘাতে বিপদে জর্ডান

‘হারল্যান স্টোর’ মিরপুর-১০ শাখার উদ্বোধন করলেন নুসরাত ফারিয়া

ভোলায় হিটস্ট্রোকে যুবকের মৃত্যু

ফিতরা জাকাতের টাকা চেয়ে খুদে বার্তায় প্রতারণার ফাঁদ

এক সপ্তাহের মধ্যেই পরমানু বোমার ইউরেনিয়াম পাবে ইরান!

ননদের বিয়েতে টিভি উপহার দিতে চাওয়ায় স্বামীকে হত্যা

মেঘনা নদীতে ভেসে এলো খণ্ডিত পা

ঈশ্বরদীতে হিটস্ট্রোকে স্বর্ণকারের মৃত্যু

১০

সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাইক’ পুরস্কৃত

১১

নারী চিকিৎসকের সেবা নেওয়া রোগীদের বেঁচে থাকার সম্ভাবনা বেশি : গবেষণা

১২

সরকারকে পরাজয় বরণ করতেই হবে : মির্জা ফখরুল

১৩

দেশে ফিরে কারাগারের লোমহর্ষক বর্ণনা দিলেন তারা

১৪

হরমোনজনিত সমস্যায় দেশের ৫০ শতাংশ মানুষ, জানেন না ৯০ শতাংশই

১৫

আনু মুহাম্মদের পায়ে আবারও অস্ত্রোপচার করা হবে

১৬

বুয়েটে হিযবুত ও শিবিরের কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশই শুধু সমস্যা!

১৭

রেজওয়ানা চৌধুরী বন্যাকে সংবর্ধনা দিল বিমান 

১৮

আরও ৩ দিন হিট অ্যালার্ট জারি

১৯

চীন সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, আলোচনায় নানান ইস্যু

২০
*/ ?>
X