হাসান আজাদ
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও এলএনজিতে নির্ভরতা

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও এলএনজিতে নির্ভরতা

আসন্ন গ্রীষ্ম, সেচ মৌসুম ও রমজানে বিদ্যুৎ ঘাটতি মেটাতে স্পট মার্কেটের এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) ও কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ওপর নির্ভর করছে সরকার। বিদ্যুৎ উৎপাদনে দেশীয় গ্যাসের পর এ দুই জ্বালানিকে কেন্দ্র করে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বর্তমানে বিশ্ববাজারে এলএনজির দাম কমে আসছে। অন্যদিকে দেশের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো যাতে গরমকালে চালু থাকে, সে কারণে কয়লা আমদানি করতে কেন্দ্রীয় ব্যাংক থেকে এরই মধ্যে ডলার সরবরাহ করা হয়েছে। বিদ্যুৎ বিভাগ ও পেট্রোবাংলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তথ্যানুযায়ী, দেশের মোট বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ২২ হাজার ৭০০ মেগাওয়াট। বর্তমানে উৎপাদন হচ্ছে কমবেশি ১০ হাজার মেগাওয়াট। জ্বালানি সংকটে বর্তমানে ৪ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। আর রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ রয়েছে ১৩টি কেন্দ্র। এগুলোর সম্মিলিত ক্ষমতা ৩ হাজার ২২৮ মেগাওয়াট। এর মধ্যে আগামী সপ্তাহে রক্ষণাবেক্ষণ শেষে দু-একটি কেন্দ্র চালু হতে পারে বলে পিডিবির সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন।

সংশ্লিষ্টরা বলছেন, গত বছরের ১৬ এপ্রিল সর্বোচ্চ ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। ওই সময় বিদ্যুতের চাহিদা ধরা হয়েছিল ১৫ হাজার মেগাওয়াট। তবে চলতি বছরের গ্রীষ্মে এ চাহিদা বেড়ে সাড়ে ১৬ হাজার হবে বলে জানান পিডিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে বিদ্যুৎ বিভাগের প্রক্ষেপণ অনুযায়ী, চলতি মাসে বিদ্যুতের চাহিদা ধরা হয়েছে ১২ হাজার ২০০ মেগাওয়াট, মার্চে ১৪ হাজার ১০০, এপ্রিলে ১৬ হাজার, মে মাসে ১৬ হাজার, জুনে ১৫ হাজার ৮০০ এবং জুলাইয়ে ১৫ হাজার ৭০০।

সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ গণমাধ্যমকে জানান, স্পট মার্কেট থেকে আবারও এলএনজি আমদানি শুরু হচ্ছে। এলএনজি আমদানি শুরু হলে বিদ্যুৎ সংকট কেটে যাবে। এরই মধ্যে এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

পেট্রোবাংলার সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, চলতি মাসের শেষ বা আগামী মাসের শুরু থেকে স্পট মার্কেটের এলএনজি সরবরাহ শুরু হবে। এর বাইরে রামপাল এবং পায়রা বিদ্যুৎকেন্দ্রের কয়লা সরবরাহ ঠিক রাখতে বাংলাদেশ ব্যাংক থেকে ডলার সরবরাহ করা হয়েছে। অন্যদিকে রামপাল এবং পায়রা বিদ্যুৎকেন্দ্রের দুই কর্মকর্তা জানান, রামপালে বকেয়া ১৪ মিলিয়ন ডলারের মধ্যে সাড়ে ১২ মিলিয়ন ডলার এবং পায়রায় ১৫১ মিলিয়ন ডলারের মধ্যে ১২০ মিলিয়ন ডলার পরিশোধ করা হয়। এর ফলে এ দুটি কেন্দ্র থেকে আসন্ন গ্রীষ্মে, সেচ মৌসুমে এবং রমজানের সময় সরবরাহ ঠিক থাকবে।

পেট্রোবাংলা থেকে জানা গেছে, আগামী জুনের মধ্যে স্পট মার্কেট থেকে ১০ থেকে ১২ কার্গো এলএনজি কেনার পরিকল্পনা রয়েছে সরকারের। জানা গেছে, ৬২ হাজার টনের এক কার্গো এলএনজি কিনতে ব্যয় হবে ৮০০ কোটি টাকা। এ অনুযায়ী সরকারের পরিকল্পনার ভিত্তিতে জুনের মধ্যে ১০ থেকে ১২ কার্গো এলএনজি কিনতে ব্যয় হবে কমপক্ষে ৮ হাজার থেকে ৯ হাজার ৬০০ কোটি টাকা। এ সময়ের মধ্যে বর্ধিত চাহিদার কারণে স্পট মার্কেটে এলএনজির দাম বেড়ে গেলে জুন পর্যন্ত এ বাবদ ব্যয়ের পরিমাণ আরও বেড়ে ১০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

জানা গেছে, টোটাল এনার্জি কোম্পানির কাছ থেকে এ কার্গো কেনা হচ্ছে। প্রতি এমএমবিটিইউ এলএনজি কিনতে ১৯ থেকে ২০ ডলার খরচ হবে। যদিও এখন পর্যন্ত সরকার এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে। স্পট মার্কেট থেকে এসব জ্বালানি মাস্টার সেল অ্যান্ড পার্চেজ অ্যাগ্রিমেন্টের (এমএসপিএ) আওতায় বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (সংশোধন) আইন-২০২১ অনুযায়ী কেনা হবে।

এর আগে আন্তর্জাতিক বাজারে মূল্য ঊর্ধ্বমুখী থাকায় গত বছর স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি বন্ধ রাখে সরকার। বর্তমানে জ্বালানি পণ্যটির দাম নিম্নমুখী হয়ে ওঠায় স্পট মার্কেট থেকে আবারও এলএনজি ক্রয় শুরুর উদ্যোগ নেওয়া হয়। তবে জ্বালানি খাত সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারে এলএনজির দাম কমতে থাকায় বাংলাদেশের মতো দেশগুলো ফের এলএনজি কিনতে শুরু করবে। বিশেষ করে থাইল্যান্ড ও ভারত আবারও স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি শুরু করতে যাচ্ছে। এ অবস্থায় চাহিদা বেড়ে গিয়ে পণ্যটির মূল্য ফের বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বর্তমানে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় বাংলাদেশ কাতার ও ওমান থেকে এলএনজি আমদানি করছে। এর মধ্যে ওমান থেকে এলএনজি কেনা হচ্ছে ১০ বছর মেয়াদি এক চুক্তির অধীনে। কাতার থেকে আনা হচ্ছে ১৫ বছর মেয়াদি চুক্তির অধীনে। এ দুই দেশ থেকে আমদানি করা এলএনজির দৈনিক গড় সরবরাহ ৩০ থেকে ৪০ কোটি ঘনফুট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় বাল্কহেড ডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

সমাজসেবা অধিদপ্তরে ৩৪৮ জনের বিশাল নিয়োগ 

দেশকে রাহু মুক্ত করতেই বিএনপির আন্দোলন : গয়েশ্বর

মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানের চর : পররাষ্ট্রমন্ত্রী 

ফেনীতে পৃথক স্থানে সড়কে ঝড়ল ২ প্রাণ

রাতেই ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

প্রতিবন্ধী ব্যক্তিকে কোলে নিয়ে কাবা দেখালেন নিরাপত্তাকর্মী

রেকর্ড গড়তে ১৩ সেকেন্ডে এক লিটার লেবুর শরবত পান

অনিয়মের অভিযোগে বন্ধ ৮২ লাখ টাকার সড়ক

এমভি আবদুল্লাহর নাবিকদের জন্য দুম্বা আনছে জলদস্যুরা!

১০

পরিসংখ্যান ব্যুরোতে ৭১৪ জনের পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ, থাকছে না বয়সের ছাড় 

১১

চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন

১২

বিডিজেএ'র সভাপতি মাসুম, সম্পাদক মাহবুব সৈকত

১৩

অন্তর্বাস না পরায় নারীকে বিমান থেকে নামিয়ে দেওয়ার হুমকি

১৪

ত্বক ঝকঝকে রাখবে তরমুজ

১৫

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজারে নেই কার্যত তদারকি

১৬

আঘাতের চিহ্ন পিঠে নিয়ে ভেসে এলো মৃত জোড়া কচ্ছপ

১৭

জাতীয় দিবসে হাসপাতালে আলোকসজ্জা না করায় শোকজ

১৮

১৫ হাজার টিকিটের জন্য ঘণ্টায় ২ কোটিবার চেষ্টা

১৯

চাচার ধারালো অস্ত্রের আঘাতে ভাতিজা নিহত

২০
*/ ?>
X