
প্রয়াত প্রখ্যাত সাংবাদিক এ বি এম মূসার সহধর্মিণী সেতারা মূসা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার বিকেলে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সেতারা মূসার মেয়ে সাংবাদিক পারভীন সুলতানা ঝুমা। সেতারা মূসা ফুসফুসের প্রদাহজনিত রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮৩। তার তিন মেয়ে, এক ছেলে রয়েছে।
সেতারা মূসা কর্মজীবনে বিভিন্ন জাতীয় দৈনিকে নারী পাতার সম্পাদক ছিলেন। তিনি পথিকৃত সাংবাদিক আবদুস সালামের জ্যেষ্ঠ কন্যা।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার এশার পর রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোড মসজিদে সেতারা মূসার জানাজার নামাজ হবে। রাতে মরদেহ ফ্রিজিং ভ্যানে বাসার নিচে রাখা হবে।
বুধবার সকালে তার মরদেহ ফেনীর গ্রামের বাড়ির উদ্দেশে নেওয়া হবে। বাদ জোহর জেলার ফতেহপুর গ্রামে প্রয়াত এ বি এম মূসার কবরের পাশে তার দাফন হবে।