বঙ্গবন্ধুকন্যার বক্তব্য মূল্যায়নের সক্ষমতা আমার নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।পুরোনো ছবি

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বক্তব্য নিয়ে বিচার বিশ্লেষণ করার সক্ষমতা আমার নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদের ব্রিফ করার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

যারা নিষেধাজ্ঞা দেয় তাদের থেকে কিছু কিনব না- মার্কিন যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্য প্রসঙ্গে শাহরিয়ার আলম বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বক্তব্য নিয়ে বিচার বিশ্লেষণ করার সক্ষমতা আমার নেই। সরকারপ্রধান আমাদের যে নির্দেশনা দেবেন আমরা তা বাস্তবায়ন করব। তবে ঢাকা-ওয়াশিংটনের মধ্যে বর্তমান ব্যবসা-বাণিজ্যে এর প্রভাব নেই। আমরা একে অপরের নীতির প্রতি শ্রদ্ধাশীল। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে যাচ্ছে। 

কূটনীতিকদের অতিরিক্ত নিরাপত্তা বাতিলের প্রসঙ্গে আর কোনো কথা বলতে চান না মন্তব্য করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিব ও আমি কথা বলেছি। প্রেস বিজ্ঞপ্তিতেও ব্যাখ্যা দিয়েছি। এটি আমাদের নিয়মিত কার্যপরিধির একটি অংশ এবং সবাইকে ব্যাখ্যা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কূটনীতিকদের নিরাপত্তা পৃথিবীর অনেক দেশের চেয়ে অনেক ভালোভাবে, দক্ষতার সঙ্গে আমাদের নিরাপত্তা বাহিনী, সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অব্যাহতভাবে দিয়ে যাচ্ছে, ভবিষ্যতেও দিয়ে যাবে। এ প্রসঙ্গে ভুল তথ্যের ভিত্তিতে যে প্রশ্নের উদ্ভব হয়েছে, সেই ব্যাপারে আমরা যথেষ্ট ব্যাখ্যা দিয়েছি। আমরা এ বিষয়ে আর কোনো কথা বলতে চাই না।

এক প্রশ্নের জবাবে শাহরিয়ার জানান, রাষ্ট্রদূতরা গাড়িতে পতাকা তুলতে পারবে না– এমন কোনো নির্দেশনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেই।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com