শেখ আবদুল্লাহ
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২২, ০৪:০৮ এএম
অনলাইন সংস্করণ

মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে হচ্ছে ডিজিটাল আর্কাইভ

মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে হচ্ছে ডিজিটাল আর্কাইভ

ডিজিটাল ব্যবস্থায় মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। দেশের জীবিত ৮০ হাজার বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার নিয়ে গড়ে তোলা হবে এই ডিজিটাল সংরক্ষণাগার বা ‘ই-আর্কাইভ’। এজন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ‘বীরের কণ্ঠে বীরগাথা’ নামে একটি প্রকল্প নিয়েছে।

মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন বাঙালির শ্রেষ্ঠ অর্জন। অগণিত মানুষের জীবন উৎসর্গের মাধ্যমে এই স্বাধীনতা অর্জিত হয়েছে। পাকিস্তানি শাসকের শোষণ-নিপীড়ন থেকে জাতিসত্তা রক্ষা, আর্থসামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অস্তিত্ব পুনরুদ্ধারে মুক্তিযুদ্ধে অংশ নেয় বাঙালি জাতি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ জীবনের মায়া ত্যাগ করে মুক্তিযুদ্ধে অংশ নেন। কিন্তু এই মুক্তিযোদ্ধাদের রণাঙ্গনে যুদ্ধের বীরত্বের স্মৃতি যথাযথভাবে সংরক্ষিত হয়নি। সকল বীর মুক্তিযোদ্ধার অংশগ্রহণে নেই কোনো প্রামাণ্য দলিলও (ডকুমেন্টারি)। সেই পরিপ্রেক্ষিতে এই প্রকল্পের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার নিয়ে সেক্টর ও অঞ্চলভিত্তিক এবং গুরুত্বপূর্ণ ঘটনাবলির তথ্যচিত্র নির্মাণ তৈরি করা হবে। প্রকল্পটির মূল উদ্দেশ্য হচ্ছে, আগামী প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ করে রাখা। দেশে যেহেতু ডিজিটাল ব্যবস্থায় সম্প্রসারিত হচ্ছে, সেজন্য মুক্তিযুদ্ধের ইতিহাসও এই ব্যবস্থায় সংরক্ষণ করা হচ্ছে।

এ বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক কালবেলাকে বলেন, এরই মধ্যে প্রকল্পটি অনুমোদন হয়েছে। এখন কাজের দরপত্র আহ্বানের কার্যক্রম চলছে। খুব শিগগিরই দরপত্র আহ্বানের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন শুরু হবে। আশা করা হচ্ছে, আগামী বছরের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি শেষ হবে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ প্রকল্পের মাধ্যমে মুক্তিযুদ্ধের অজানা সব তথ্য তুলে আনা হবে। বীর মুক্তিযোদ্ধারা নিজস্ব কণ্ঠে যুদ্ধের স্মৃতিচারণ করবেন। তাদের বীরত্বগাথা তুলে ধরবেন। ৪৯ কোটি ৫৭ লাখ টাকার এই প্রকল্পের আওতায় বীরাঙ্গনাদের অবদানকে স্মরণীয় করে রাখতে জীবিত সব বীরাঙ্গনা এবং মৃত বীরাঙ্গনাদের পরিবারের স্মৃতিচারণামূলক ভাষ্য গ্রহণ করা হবে। এই ই-আর্কাইভে ৮০ হাজার বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকারের ইউটিউব কনটেন্ট থাকবে। থাকবে ১৬টি ডকুমেন্টারি।

ডকুমেন্টারিগুলোর মধ্যে বীরাঙ্গনাদের জন্য দুটি, বিভিন্ন সেক্টরের সম্মুখ যুদ্ধের জীবিত বীর মুক্তিযোদ্ধাদের জন্য ১০টি এবং দেশবরেণ্য মুক্তিযোদ্ধাদের জন্য চারটি ডকুমেন্টারি নির্মিত হবে। কোন কোন বীর মুক্তিযোদ্ধার স্মৃতিকথা এসব ডকুমেন্টারিতে অন্তর্ভুক্ত করা হবে, তা প্রকল্প চলাকালীন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি নির্ধারণ করবে। প্রতিটি জেলার মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকারভিত্তিক বই প্রকাশ করা হবে। আউটসোর্সিং পদ্ধতিতে একক বা যৌথ পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বলছে, স্বাধীনতার পর ৫০ বছর পার হয়েছে। অনেক কিংবদন্তি বীর মুক্তিযোদ্ধা বেঁচে নেই। সেসব যোদ্ধার রণাঙ্গণের বীরত্বের স্মৃতি সংরক্ষণ করা হয়নি। এ ছাড়া, মুক্তিযুদ্ধের সম্মুখ যুদ্ধ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাবলির তথ্যভিত্তিক ডকুমেন্টারিও তৈরি হয়নি। এখন সেটা করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় নির্মিত তথ্যচিত্রের সকল ফুটেজ, সাউন্ডট্র্যাক, কম্পিউটার গ্রাফিক্স ও অন্যান্য উপাদান বা অংশ সরকারের সম্পত্তি বলে বিবেচিত হবে। যথাযথ অনুমোদন ছাড়া এই প্রকল্পের আওতাধীন কোনো ফুটেজ, সাউন্ডট্র্যাক, কম্পিউটার গ্রাফিক্স বা কোনো অংশ ব্যবহার করা যাবে না।

সাক্ষাৎকারে মুক্তিযোদ্ধার নাম, পেশা, পরিবারের সদস্য সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতার তথ্যের পাশাপাশি কোন সেক্টরে যুদ্ধ করেছেন, কী উদ্দেশ্যে, কার নির্দেশে যুদ্ধে অংশগ্রহণ করেছেন সেসব তথ্য থাকবে। এ ছাড়া মুক্তিযুদ্ধকালীন ৯ মাস কোথায়, কীভাবে ছিলেন এবং কীভাবে যুদ্ধে অংশ নিলেন, যুদ্ধে অংশ নেওয়ার আগে কোনো আন্দোলনে অংশগ্রহণ করেছেন কিনা, সেসব বিষয়ে বর্ণনা থাকবে। পাশাপাশি পাকিস্তান আমলের শোষণ, বঞ্চনা ও কষ্ট পাওয়ার কোনো ধারণা আছে কিনা, থাকলে কী রূপ; সম্মুখ যুদ্ধের কোনো অভিজ্ঞতা থাকলে তার বিবরণ থাকবে সাক্ষাৎকারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা নির্বাচনের নামেও প্রহসন করছে সরকার : ভিপি নুর

ফ্রান্সের ইরানি দূতাবাসে বোমা আতঙ্ক, আটক ১

দুই কারারক্ষীর অনৈতিক সম্পর্ক, প্রধান কারারক্ষীসহ বদলি ৩

কালবেলায় সংবাদ প্রকাশ, সেই কৃষকদের শসা কিনল ‘স্বপ্ন’

চার জেলার সঙ্গে রংপুরের বাস চলাচল বন্ধ

ফেসবুক ব্যবহার বন্ধের পরামর্শ!

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৩৪ হাজার ছাড়াল

জামায়াতের তিন নেতা গ্রেপ্তার 

সাগ্রাইয়ের শেষ দিনে মৈত্রী পানি উৎসব

ছাত্রলীগ নেতার নেতৃত্বে বিল দখলের চেষ্টা, কর্মী গুলিবিদ্ধ

১০

শিব নারায়ণ দাশের মৃত্যুতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর শোক

১১

আগের ম্যাচে খরুচে বোলিংয়ের পরও একাদশে মোস্তাফিজ 

১২

অসুস্থ নেতার পাশে মহানগর বিএনপি

১৩

ট্রাফিক সদস্যদের বিশুদ্ধ পানি ও স্যালাইন দিচ্ছে ডিএমপি কমিশনার

১৪

চট্টগ্রামে হিটস্ট্রোকে একজনের মৃত্যু

১৫

নির্বাচন করবেন যুব মহিলা লীগ নেত্রী, আলোচনায় সাড়ে ৩ কোটি টাকার বাড়ি

১৬

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পথে আইসিসি

১৭

মরা মুরগির ঘিলা-কলিজা বিক্রি করেই কোটিপতি সুজন

১৮

চলন্ত ট্রেনের ইঞ্জিনে ঝুলছিল নারীর মরদেহ

১৯

‘মধ্যপ্রাচ্যে শেখ হাসিনার মতো নেত্রী থাকলে গাজায় এমন পরিস্থিতি হতো না’

২০
*/ ?>
X