রোজায় বাজার পরিস্থিতি দেখতে মাঠ প্রশাসনকে মন্ত্রিপরিষদ সচিবের নির্দেশ

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।ছবি : সংগৃহীত

আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে বাজার পরিস্থিতিতে নজর রাখতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

গত রোববার দীর্ঘ আড়াই ঘণ্টা জুম মিটিংয়ে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) তিনি এ নির্দেশ দেন। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মাহবুব হোসেন এ তথ্য জানান।

রজমানে বাজার নিয়ন্ত্রণে সরকার কী করছে এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সারা দেশের ডিসি, ইউএনও এবং বিভাগীয় কমিশনারদের কঠোর নজরদারি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, বাজারে দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধি দেখা গেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। বাজার মনিটরিংয়ে নানা ধরনের সীমাবদ্ধতা রয়েছে। তবে রমজানে যাতে করে কিছুতেই জিনিসপত্রের দাম কৃত্রিমভাবে বাড়ানো না হয়, সে ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে সরকার। প্রয়োজনে মোবাইল কোর্টের ব্যবহারও করা হবে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com