সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট

রোববার জেদ্দা বিমানবন্দরে হজযাত্রীদের অভ্যর্থনা জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ অন্যরা।
রোববার জেদ্দা বিমানবন্দরে হজযাত্রীদের অভ্যর্থনা জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ অন্যরা। ছবি : কালবেলা

সৌদি আরবে ৪১৯ জন বাংলাদেশি হজযাত্রী নিয়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি জেদ্দা কিং আব্দুল আজিজ বিমানবন্দরে হজ টার্মিনালে পৌঁছেছে।

আজ রোববার স্থানীয় সময় সকাল ৭টা ৫৫ মিনিটে জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করে।

এ সময় জেদ্দা বিমানবন্দরে হজযাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি বলেন, যে কোনো প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস, কনস্যুলেট ও বাংলাদেশ হজ মিশন সবসময় হজযাত্রীদের পাশে রয়েছে। এ ছাড়া হজ পালন করতে যাওয়া ব্যক্তিদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও রোড টু মক্কা পরিচালনা করায় সৌদি সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

এর আগে রোববার ভোর ৩টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। করোনা মহামারির কারণে গত তিন বছর বাংলাদেশ থেকে অধিকসংখ্যক হজে অংশ নিতে পারেননি।

এবার সৌদি আরবসহ সারা বিশ্বের ৩০ লাখ ধর্মপ্রাণ মুসল্লি হজ পালনের সুযোগ পাচ্ছেন। এ বছর বাংলাদেশ থেকে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় মোট এক লাখ ২২ হাজার ২২১ জন হজ পালনে সুযোগ পাচ্ছেন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com