কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১২ মার্চ ২০২৩, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বাসযোগ্য নির্বাচনের তাগিদ যুক্তরাজ্যের

বিশ্বাসযোগ্য নির্বাচনের তাগিদ যুক্তরাজ্যের

অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকারকে স্বাগত জানিয়ে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক ব্রিটিশ প্রতিমন্ত্রী অ্যান-মেরি ট্রেভেলিয়ান বলেছেন, বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করা গেলেই সংবিধানের সঠিক মূল্যায়ন হবে। এটি নিশ্চিত করতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একসঙ্গে কাজ করলে একে অপরের প্রতি আস্থা তৈরি হবে। ফলে যে কোনো ধরনের সহিংসতা এড়িয়ে যাওয়া সম্ভব।

তিনি জাতীয় নির্বাচন কেন্দ্র করে রাজনৈতিক গ্রেপ্তার বা আইনি মামলা এড়ানোর মাধ্যমে দলগুলোর মধ্যে আস্থা তৈরি করার পরামর্শও দিয়েছেন।

আজ রোববার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘ইন্দো-প্যাসিফিক প্রেক্ষাপটে বাংলাদেশ-যুক্তরাজ্য অংশীদারত্ব’ শীর্ষক আলোচনায় এ পরামর্শ দেন ব্রিটিশ প্রতিমন্ত্রী। বিদেশি পর্যবেক্ষক রাখার সিদ্ধান্ত জাতীয় নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে সহায়ক হবে মন্তব্য করে ব্রিটিশ এ প্রতিমন্ত্রী গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে তার দেশের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ইন্দো-প্যাসিফিক নিয়ে বাংলাদেশের কৌশল তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ ইন্দো-প্যাসিফিকে কোনো সামরিক জোটের সঙ্গে নেই। বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক তথা অর্থনৈতিক আইপিসে থাকার বিষয়ে নীতিগতভাবে অটল সিদ্ধান্তে রয়েছে।

ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব শাব্বির আহমেদ চৌধুরীর সঞ্চালনায় প্রশ্নোত্তর পর্বে প্রতিমন্ত্রী শাহরিয়ার ঢাকা ও লন্ডনের মধ্যে ফের বিমান চালুর বিষয়ে ব্রিটিশ প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

এর আগে দুপুরে অ্যান-মেরি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ব্রিটিশ প্রতিমন্ত্রীকে মোমেন বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে দুশ্চিন্তা না করার জন্য আশ্বস্ত করে বলেন, বর্তমান সরকার একটি বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইতিমধ্যে স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করেছে। এই কমিশনকে নির্বাচন পরিচালনার পূর্ণ ক্ষমতাও দেওয়া হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ব্রিটিশ প্রতিমন্ত্রী সবকিছু শুনে বলেছেন, গণতন্ত্রে ভিন্নমত থাকতে পারে। এ সময় মন্ত্রী বাংলাদেশের গণতন্ত্র ও ন্যায়পরায়নতার কথা তুলে ধরে ব্রিটিশ প্রতিমন্ত্রীকে বলেছেন, তাদের কোনো দুর্বলতা থাকলে বাংলাদেশ থেকে শিখতে পারেন।

এদিকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক বিষয়ে এক টুইটবার্তায় ট্রেভেলিয়ান বলেন, ‘বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রোহিঙ্গা সংকট, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমাদের সমর্থনের বিষয়েও জানিয়েছি।’

গত শুক্রবার প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসেন অ্যান-মেরি। শনিবার তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

বাংলাদেশ-যুক্তরাজ্য জলবায়ু চুক্তি স্বাক্ষর

ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনা অনুষ্ঠান শেষে বাংলাদেশ-যুক্তরাজ্যের মধ্যে জলবায়ু পরিবর্তনবিষয়ক একটি সমঝোতা চুক্তি (একর্ড) স্বাক্ষর হয়। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং যুক্তরাজ্যের পক্ষে দেশটির প্রতিমন্ত্রী অ্যান-মেরি ট্রেভেলিয়ান চুক্তি স্বাক্ষর করেন।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় স্বাক্ষরিত চুক্তি প্রসঙ্গে ব্রিটিশ প্রতিমন্ত্রী বলেন, শান্তি ও নিরাপত্তাসহ দ্বিপাক্ষিক ইস্যুতে বাংলাদেশ-যুক্তরাজ্য একসঙ্গে কাজ করবে।

শাহরিয়ার আলম বলেন, এ চুক্তির মাধ্যমে কপ-২৬ ও কপ-২৭ এ গৃহীত লস অ্যান্ড ডেমেজসহ সিদ্ধান্তগুলো বাস্তবায়নে যুক্তরাজ্য-বাংলাদেশ জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোকে নিয়ে একসঙ্গে কাজ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওবায়দুল হাসানের সঙ্গে মার্কিন প্রধান বিচারপতির সাক্ষাৎ

কম্পিউটারের হার্ডওয়ার সমস্যার সমাধানে ‘কম্পিউটার হার্ডওয়ার সল্যুশন এ টু জেড’ 

ইউনিয়ন ভূমি অফিস দুর্নীতির আখড়া, ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

১১ বছর পর বাংলাদেশে আসছেন আতিফ আসলাম

গোপনে উত্তর কোরিয়া সফরে রুশ গোয়েন্দাপ্রধান

‘মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত সব প্রকল্প নির্ধারিত সময়ে সম্পন্ন করতে হবে’

কারওয়ান বাজার / ঈদের পরে ভবনে থাকা ব্যবসায়ীদের গাবতলীতে স্থানান্তর করা হবে

দক্ষিণ কোরিয়া যাচ্ছে ‘ময়না’

ফোঁটা ফোঁটা ঘামে ফোঁটা ফোঁটা তেল / দুঃখের অবসান হতে চলেছে সেই বৃদ্ধ দম্পতির

দক্ষ জনবল তৈরিতে কাজ করছে ‘সুইলস’ 

১০

রোমে বিমানের ফ্লাইট চালু হওয়ায় উচ্ছ্বসিত প্রবাসীরা

১১

‘প্রতিকেজি আলু ৫০ টাকার বেশি দাম দিয়ে কিনতে হবে’

১২

সব উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন : পরিবেশমন্ত্রী

১৩

কৃষকের দামে তরমুজ বিক্রির কার্যক্রম পরিদর্শন / সিন্ডিকেট ভাঙার একটি বড় উদ্যোগ : কৃষিমন্ত্রী

১৪

বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধি দলের সাক্ষাৎ

১৫

বিএনপি স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর করতে চায় : কাদের

১৬

ভুটানের রাজাকে বিদায় জানালেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

১৭

রমজানে মুসল্লিদের জন্য খুলল মসজিদে নববীর ছাদ

১৮

১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

১৯

আইএমএফের হিসাবে এখন দেশের রিজার্ভ কত, জানাল বাংলাদেশ ব্যাংক 

২০
*/ ?>
X