
দৈনিক দিনকাল বন্ধের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে প্রকাশনা ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন দেশের বিশিষ্ট কবি, শিল্পী ও সাহিত্যিকরা। আজ শুক্রবার যৌথ বিবৃতিতে এ দাবি জানান তারা।
বিবৃতিতে বিশিষ্ট নাগরিকরা বলেন, সংবাদপত্র দেশ, জাতি ও মানব সভ্যতা বিকাশের এক সবল মাধ্যম। সংবাদপত্র তথা গণমাধ্যম দেশ ও জাতির আয়নাস্বরূপ। যে দেশের সংবাদপত্র তথা গণমাধ্যম যতটা স্বাধীন, সেই দেশ ততটাই উন্নত। সংবাদপত্র বা গণমাধ্যমের ওপর সরকারের কদর্য হস্তক্ষেপ এবং প্রকাশনা বন্ধ করে দেওয়ার অর্থ হলো মানুষের স্বাধীনতা হরণ করা। বাক স্বাধীনতা না থাকলে জাতীয় জীবন দুর্বিসহ হয়ে ওঠে।
তারা দেশ ও জাতির স্বার্থে অবিলম্বে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শর্তহীন মুক্তি দাবি করেন। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার অনুকূল পরিবেশ সৃষ্টির আহ্বান জানান। একইসঙ্গে বন্ধ সব গণমাধ্যম খুলে দেওয়ারও দাবি জানান।
প্রবীণ সাংবাদিক ও কবি এরশাদ মজুমদার, একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ছড়াকার ও সাংবাদিক আবু সালেহ, একুশে পদকপ্রাপ্ত গীতিকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনিরুজ্জামান মনির, বিশিষ্ট গীতিকার মুন্সি ওয়াদুদ, বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক ড. রেজোয়ান সিদ্দিকী, বিশিষ্ট সাংবাদিক আবদুল হাই সিদ্দিকী, অধ্যাপক কবি ড. জমীর হোসেন, অধ্যাপক ও কবি ড. পাবলোশাহী, বিশিষ্ট সাংবাদিক ও ছড়াকার ড. সৈয়দ নূরুল হুদা রনো, অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, কবি ও সাংবাদিক মাহমুদ শফিক, কবি ও সাংবাদিক হাসান হাফিজ, কবি ও সাংবাদিক সৈয়দ কাজিম রেজা, ঔপন্যাসিক ও সাংবাদিক গাজীউল হাসান খান, ঔপন্যাসিক নূরুল হাসান খান, কবি, আবৃত্তিকার ও নাট্যকার কাজী আসাদ, কবি আলী মামুদ, নাট্যকার তরঙ্গ আনোয়ার, চিত্রনায়িকা কেয়া চৌধুরী, সাংস্কৃতিক সংগঠক এম এ মালেক, সাংস্কৃতিক সংগঠক জাহাঙ্গীর আলম শিকদার, সাহিত্যিক শায়রুল কবির খান, কবি কামরুল হাসান, কবি গাজী ফারুক, ছড়াকার ও টিভি সাংবাদিক সালাম ফারুক, ছড়াকার খান মোজাম্মেল, সাংবাদিক ও লেখক সৈয়দ আফজাল বাসেত, ছড়াকার ডা. সজল আশফাকসহ আরও অনেকে।