পুরোনো ছবি
পুরোনো ছবি

এক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল ইসি

ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোস্তফা ফারুককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আজ রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন রোববার জারি করেছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। এই কর্মকর্তাকে অবসরে পাঠানোর সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি প্রজ্ঞাপনে।

ইসি সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন-২০১৮ এর ধারা ৪৫ অনুযায়ী জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো।

মোস্তফা ফারুক ১৯৯৬ সালের জুনে ইসির নিজস্ব কর্মকর্তা হিসেবে নির্বাচন কমিশন সচিবালয়ে যোগ দিয়েছিলেন। একাদশ সংসদ নির্বাচনের সময় তিনি নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক ছিলেন।

সে সময় প্রশিক্ষণের অর্থ ব্যয়ে ‘অনিয়ম’ নিয়ে কয়েক পর্বের ধারাবাহিক প্রতিবেদন সম্প্রচার করে একটি টেলিভিশন। তাতে অভিযোগ তোলা হয়, মোস্তফা ফারুকসহ নির্বাচন কমিশনের শীর্ষ কর্মকর্তারা প্রশিক্ষণে কোর্স পরিচালক ও বিশেষ বক্তাসহ একাধিক পদে থেকে অনেক টাকা নিজেরা নিয়েছেন।

এরপর ২০১৯ সালে ২৮ আগস্ট নির্বাচন কমিশনের চার পদে রদবদল করা হয়, যার মধ্যে মোস্তফা ফারুককে ঢাকা থেকে সরিয়ে ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করে পাঠানো হয়েছিল।

Related Stories

No stories found.
logo
kalbela.com