সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৩

রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় বিধ্বস্ত ভবনের মালিক দুই ভাইসহ গ্রেপ্তার তিনজন।
রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় বিধ্বস্ত ভবনের মালিক দুই ভাইসহ গ্রেপ্তার তিনজন।ছবি : সংগৃহীত

রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় বিধ্বস্ত ভবনের মালিক দুই ভাইসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া উইংয়ের অতিরিক্ত উপকমিশনার কে এন নিয়তি রায় কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন বিধ্বস্ত ভবনের মালিক মো. ওয়াহিদুর রহমান, তার ভাই মতিউর রহমান এবং আ. মোতালেব মিন্টু।

ভবন নির্মাণের গাফিলতিসহ বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com