অবিলম্বে রোহিঙ্গা সমস্যা সমাধানের দাবি রওশনের

রওশন এরশাদ।
রওশন এরশাদ। পুরোনো

অবিলম্বে রোহিঙ্গা সমস্যা সমাধান এবং তাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবর্তনের ব্যবস্থা করতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ দাবি জানান। বিবৃতিতে রওশন বলেন, বাংলাদেশ একটি অধিক জনবহুল দেশ, তার ওপর এই ১২ লাখ রোহিঙ্গা বছরের পর বছর বসবাস করছে। ফলে নানা ধরনের সংকট সৃষ্টি হচ্ছে আমাদের দেশে। এর সমাধানে জোর উদ্যোগ নেওয়া সরকারের উচিত এবং মিয়ানমারের সঙ্গে অতিসত্বর বৈঠক করা উচিত।

তিনি বলেন, জাতিসংঘ কিংবা আন্তর্জাতিক মহলেও এ ব্যাপারে কোনো ইতিবাচক পদক্ষেপ নিতে তৎপর হতে দেখা যাচ্ছে না।

বিরোধীদলীয় নেতা বলেন, রোহিঙ্গাদের জন্য খাদ্য, শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে। খেয়াল রাখতে হবে, দাতা দেশগুলো ইতিমধ্যেই তাদের আর্থিক সহায়তা কমিয়ে দিয়েছে। এতে বাংলাদেশের ওপর আর্থিক চাপ পড়বে যা উদ্বেগের কারণ।

রওশন এরশাদ।
নাগরিক অধিকারসহ নিরাপত্তা পেলে তবেই ফিরবেন, প্রতিনিধি দলকে রোহিঙ্গারা

তিনি বলেন, রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকে পড়ার পথ বন্ধ এবং অবিলম্বে প্রত্যাবর্তন করাতে না পারলে ভবিষ্যতে এই সংকট আরও ভয়াবহ আকার ধারণ করবে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com