
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চতুর্থ সমাবর্তনকে ঘিরে সৃষ্ট বিতর্কের মুখে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে তদন্ত কমিটি করে সব অভিযোগ খতিয়ে দেখা হবে বলেও জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের নেতৃত্বে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠক প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান কালবেলাকে বলেন, আমাদের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠান হলো। সেখানে কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা সেটার আত্ম পর্যালোচনার জন্য আজ মিটিং হয়েছে। আমাদের ভুল হলে আমরা আসলেই দুঃখিত। কারণ যারা এখানে সমাবর্তনের মূল অংশগ্রহণকারী তারা একাধারে আমাদের শিক্ষার্থী আবার চিকিৎসক, সহকর্মী। কাজেই আমরা যদি তাদের মনে কষ্ট দিয়ে থাকি তাহলে দুঃখিত।
তিনি বলেন, ভিসি স্যার যেহেতু বিশ্ববিদ্যালয়ের অভিভাবক, তিনি দায়িত্ব নিয়েই তদন্ত কমিটি করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। প্রাথমিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বিএসএমএমইউ সূত্রে জানা গেছে, সমাবর্তন উপলক্ষে গঠিত প্রকাশনা ও মুদ্রণ উপ-কমিটির পক্ষ অনুষ্ঠানের আগেই সব চিকিৎসক-নার্সদের হাতে ছবি, নাম ও বিভাগসহ তথ্য সম্বলিত প্রকাশনা পৌঁছে দেওয়ার কথা থাকলেও নিজেদের ব্যর্থতায় তা করতে পারেনি।