
পিরোজপুরের মতুয়া সম্মেলনে দুর্বৃত্তদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।
আজ বৃহস্পতিবার পরিষদের পক্ষ থেকে দপ্তর সম্পাদক মিহির রঞ্জন হাওলাদার স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ লিপিতে বলা হয়, গত ৬ ফেব্রুয়ারি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সিংগা গ্রামের মতুয়া সম্মেলনে যোগদানের সময় দুর্বৃত্তরা তিনটি মতুয়া দলের ওপর অতর্কিত হামলা চালায়। দলগুলো ডঙ্কা, কাশর, নিশান নিয়ে কীর্তন করতে করতে স্থানীয় আশ্রমের দিকে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। এতে প্রায় ১০ জন জখম হয়, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি, পিরোজপুরের মতুয়া সম্মেলনসহ সারা দেশে ধর্মীয় সংখ্যালঘু জনগণের ওপর নতুন করে যে হামলা, হুমকি, দেববিগ্রহ ভাঙচুর ও ধর্ম অবমাননার ঘটনা শুরু হয়েছে তার প্রতিবাদে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও সংখ্যালঘু ঐক্যমোর্চা আগামী শনিবার ১১ ফেব্রুয়ারি বিকেল ৪টায় সারা দেশে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে।
বৃহস্পতিবার সাগর সাধু ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সংখ্যালঘু ঐক্যমোর্চার সভায় এ কর্মসূচির সফল বাস্তবায়নে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।