দক্ষিণ সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের নারী দিবস উদযাপন

দক্ষিণ সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের নারী দিবস উদযাপন

দক্ষিণ সুদানে শান্তি রক্ষায় নিয়োজিত বাংলাদেশের শান্তিরক্ষীরা আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে। দেশটির ওয়াউ প্রদেশে নিয়োজিত ব্যানব্যাট-৬ এর উদ্যোগে ৮ মার্চ দিনটি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেন শান্তিরক্ষীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—ব্যানব্যাট-৬ এর সদস্যরা, ইউনাইটেড ন্যাশনস মিশন ইন দ্য রিপাবলিক অব সাউথ সুদানের (আনমিস) কর্মকর্তা, স্থানীয় প্রশাসন এবং সাধারণ জনগণ।

আনমিস-এ কর্মরত ও স্থানীয় নারীদের নিয়ে র‌্যালি, আলোচনা সভা ও স্থানীয় নারীদের জন্য বিশেষ চিকিৎসাসেবা আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। বাংলাদেশ শান্তিরক্ষীদের এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে বিশেষভাবে সমাদৃত হয়েছে।

অনুষ্ঠানে ওয়েস্টার্ন বাহার আল গজলের গভর্নর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দক্ষিণ সুদানের জেন্ডার চাইল্ড ও সোশ্যাল ওয়েলফেয়ার মন্ত্রী, প্রাইমারি হেলথ সার্ভিসের ডিজি, আনমিস’র হেড অব অফিস, সাউথ-ওয়েস্ট সেক্টরের সেক্টর কমান্ডার, ব্যানব্যাট-৬ এর কন্টিনজেন্ট কমান্ডারসহ আনমিস ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা নারী-পুরুষ একত্রে ‘এমব্রেস ইকুইটি’মন্ত্রে উজ্জীবিত হয়ে ভবিষ্যৎ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com