সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি : আওয়ামীপন্থিদের নিরঙ্কুশ জয়

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির লোগো।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির লোগো।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একতরফা নির্বাচনে (২০২৩-২৪) আওয়ামী লীগপন্থি আইনজীবীদের প্যানেল (সাদা প্যানেল) নিরঙ্কুশ জয় পেয়েছে। সভাপতি ও সম্পাদকসহ ১৪টি পদের সবকটিতে জয়ী হয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থীরা।

গতকাল বৃহস্পতিবার রাতে ঘোষিত ফলে দেখা যায়, সভাপতি ও সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন যথাক্রমে মোমতাজ উদ্দিন ফকির ও মো. আবদুন নূর।

ঘোষিত ফল অনুসারে, সাদা প্যানেলের প্রার্থী মোমতাজ উদ্দিন ফকির ৩ হাজার ৭২৫ ভোট পেয়ে সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে নীল প্যানেলের (বিএনপিপন্থি) প্রার্থী মাহবুব উদ্দিন খোকন ২৯৩ ভোট পেয়েছেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির লোগো।
একতরফাই হলো সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন

সাধারণ সম্পাদক পদে সাদা প্যানেলের প্রার্থী মো. আবদুন নূর ৩ হাজার ৭৪১ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন। এ পদে নীল প্যানেলের প্রার্থী মো. রুহুল কুদ্দুস ৩০৯ ভোট পেয়েছেন।

এ ছাড়া সাদা প্যানেল থেকে সহসভাপতির দুটি পদে মো. আলী আজম ও জেসমিন সুলতানা, কোষাধ্যক্ষ পদে এম মাসুদ আলম চৌধুরী, সহসম্পাদক হিসেবে এ বি এম নূর-এ-আলম ও মোহাম্মদ হারুন-উর রশিদ, সাতটি সদস্যপদে মহিউদ্দিন আহমেদ (রুদ্র), মনিরুজ্জামান রানা, শফিক রায়হান শাওন, মো. সাফায়েত হোসেন (সজীব), মো. দেলোয়ার হোসেন, মো. নাজমুল হুদা ও সুভাষ চন্দ্র দাস জয়ী হয়েছেন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com