
রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় ভবনের দুই মালিকসহ তিনজনের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মাহবুব আলমের আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
আসামিরা হলেন দুই মালিক ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান এবং ভবনের বেজমেন্টের স্যানিটারি ব্যবসায়ী মিন্টু।
এদিন তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। এরপর এ ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রত্যেককে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আব্দুল মাবুদ।