সুপ্রিম কোর্টের ঘটনায় আইনজীবী রিমান্ডে

সালাউদ্দিন রিগ্যানের নামের আইনজীবীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সালাউদ্দিন রিগ্যানের নামের আইনজীবীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।ছবি : কালবেলা

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে মারধর, ভাঙচুর ও চুরির ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় করা মামলায় সালাউদ্দিন রিগ্যানের নামের আইনজীবীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মাহবুব আহমেদের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন রিগ্যানকে আদালতে হাজির করা হয়। ওই সময় তার সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই জুলহাস উদ্দিন। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে জামিন না দিয়ে রিমান্ড দেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ব্যালট পেপার ছিনতাই, হট্টগোলের ঘটনায় বিএনপিপন্থি প্যানেলের সভাপতি, সম্পাদক প্রার্থীসহ ১৪ জনের নাম উল্লেখ করে শাহবাগ থানায় মামলা হয়। এর আগে ১৫ মার্চ রাতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রশাসনিক কর্মকর্তা রবিউল হাসান এ মামলা করেন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com