বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ১৪ মার্চ ২০২৩, ১১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভোটগ্রহণ নিয়ে অনিশ্চয়তা

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভোটগ্রহণ নিয়ে অনিশ্চয়তা

পূর্ব ঘোষিত তপশিল অনুযায়ী আগামীকাল বুধবার থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই দিনব্যাপী ভোট অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু সেই ভোট নিয়ে শুরু হয়েছে বড় ধরনের জটিলতা। আদৌ ওই ভোট অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে রয়েছে আশঙ্কা। আজ রাতে প্রায় তিন হাজার ব্যালট পেপার ছিঁড়ে ফেলা হয়েছে। এ ছাড়া নির্বাচন পরিচালনা কমিটির প্রধান পদত্যাগ করার পর সমিতির বিএনপি ও আওয়ামী সমর্থক নেতারা পৃথক দুজন প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করেছেন।

এ অবস্থায় বুধবার এই ভোট কীভাবে হবে, কার পরিচালনায় ভোট হবে—এমন অনেক প্রশ্নেরই উত্তর মিলছে না। যদিও আওয়ামী সমর্থক আইনজীবী নেতারা জানিয়েছেন, ভোট বুধবার সকাল ১০টা থেকেই অনুষ্ঠিত হবে। এ ছাড়া বিএনপি সমর্থক আইনজীবী নেতারা জানিয়েছেন, বুধবার ৯টার মধ্যে আশা করি সব সমস্যার সমাধান হয়ে যাবে। প্রধান বিচারপতি সুষ্ঠু সমাধান করে দেবেন। এদিকে বিষয়টি নিয়ে কোনো সমাধান না হলে এই নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

গত ২৩ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৩-২৪ সেশনের কার্যকরী কমিটির নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়। ১৫ ও ১৬ মার্চ এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। কার্যকরী কমিটির সভাপতি পদে একটি, সহসভাপতি পদে দুটি, সম্পাদক পদে একটি, কোষাধ্যক্ষ পদে একটি, সহসম্পাদক পদে দুটি এবং কার্যকরী কমিটির সদস্য পদে সাতটি পদসহ সর্বমোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু নির্বাচন পরিচালনা উপকমিটি গঠন নিয়ে শুরুতেই বিভেদ দেখা দেয়। পরে ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন পরিচালনার জন্য জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরীর নেতৃত্বে সাত সদস্যের নির্বাচন পরিচালনা উপকমিটি গঠন করা হয়। কিন্তু ১৩ মার্চ সন্ধ্যায় ব্যক্তিগত কারণ দেখিয়ে অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী পদত্যাগ করেন। তবে একাধিক সূত্র জানায়, নির্বাচন পরিচালনা কমিটি ভোট গণনার মেশিন ব্যবহার করতে চাইলে বর্তমান সম্পাদক আবদুন নূর দুলাল তাতে বাধা দেন। তিনি ব্যালট পেপারে ভোটের পক্ষে মত দেন। এ নিয়ে বিরোধের জেরে মনসুরুল হক পদত্যাগ করেন।

এ অবস্থায় আজ বিএনপি ও আওয়ামী সমর্থক আইনজীবীরা ফের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান কে হবেন তা নিয়ে বিভক্ত হয়ে পড়েন। সমিতির আওয়ামী ফোরামের নেতারা বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুজ্জামানকে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নিয়োগ করে নির্বাচন পরিচালনা উপকমিটি ঘোষণা করেন। অন্যদিকে বার সমিতির সাবেক সহসভাপতি এ এস এম মোক্তার কবিরকে প্রধান করে একটি নির্বাচন পরিচালনা উপকমিটি গঠন করেন। বিষয়টি নিয়ে দিনভর দুপক্ষের আইনজীবীদের মধ্যে বিভক্তি দেখা যায়। রাতে কে বা কারা প্রায় তিন হাজার ব্যালট পেপার ছিঁড়ে ফেলেন। ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। ব্যালট ছিঁড়ে ফেলার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করতে থাকে দুপক্ষ। ফলে বুধবার সকালে ভোটগ্রহণ শুরু হবে কিনা তা নিয়ে বড় ধরনের জটিলতা তৈরি হয়েছে।

জানতে চাওয়া হলে সমিতির বর্তমান সভাপতি ও আওয়ামী সমর্থক সাদা প্যানেলের সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট মমতাজ উদ্দিন ফকির কালবেলাকে বলেন, বিএনপি সমর্থকরা ব্যালট পেপার ছিনতাই করেছে। সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। তারপরও বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট হবে। তিনি আরও বলেন, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান পদত্যাগের পর আমি সভাপতি ও সম্পাদক মিলে একটি নির্বাচন পরিচালনা উপকমিটি গঠন করেছি। আইন আনুযায়ী এই কমিটি করেছি।

অন্যদিকে বিএনপি ফোরামের আইনজীবী নেতা অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বলেন, আওয়ামী সমর্থকরা নিজেরা নিজেরা সিনক্রিয়েট করে প্রায় তিন হাজার ব্যালট ছিঁড়ে ফেলেছে। ধারণা করছি, তারা তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে এটা করেছে। আমরা সকাল ৯টা পর্যন্ত দেখব, আমাদের অভিভাবক প্রধান বিচারপতি কি সিদ্ধান্ত নেন। ইতিমধ্যে আমরা একটি নির্বাচন পরিচালনা উপকমিটি গঠন করেছি। আশা করছি, সকাল ৯টার মধ্যে সব পরিষ্কার হয়ে যাবে। এরপর ১০টা থেকে ভোট হবে।

ভোটে প্রার্থী যারা; এবারের ভোটে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলে সভাপতি পদে বর্তমান সভাপতি অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির, সম্পাদক পদে বর্তমান সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নুর দুলাল প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেলের সভাপতি পদে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক পদে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের অন্য প্রার্থীরা হলেন— সহসভাপতি পদে মোহাম্মদ আলী আজম ও জেসমিন সুলতানা, ট্রেজারার পদে মাসুদ আলম চৌধুরী, সহসম্পাদক পদে নুরে আলম উজ্জ্বল, হারুনুর রশিদ। কার্যনির্বাহী সদস্য পদে মনোনীত সাত প্রার্থী হলেন— মো. সাফায়েত হোসেন সজীব, মহিউদ্দিন রুদ্রু, শফিক রায়হান শাওন, সুভাষ চন্দ্র দাস, নাজমুল হোসেন স্বপন, মো. দেলোয়ার হোসেন, মনিরুজ্জামান রানা।

অন্যদিকে নীল প্যানেলের অন্য প্রার্থীরা হলেন— সহসভাপতি পদে অ্যাডভোকেট হুমায়ুন কবির মঞ্জু, অ্যাডভোকেট সরকার তাহমিনা সন্ধ্যা, সহসম্পাদক পদে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, অ্যাডভোকেট মো. আব্দুল করিম, কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট রেজাউল করিম প্রতিদ্বন্দ্বিতা করবেন। কার্যনির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট আশিকুজ্জামান নজরুল, অ্যাডভোকেট ফাতিমা আক্তার, অ্যাডভোকেট ফজলে এলাহি অভি, ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান আহাদ ও অ্যাডভোকেট রাসেল আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে গত বছরও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। সম্পাদক পদে ভোট পুনঃগণনার জন্য সরকার সমর্থক সাদা প্যানেল থেকে চাপ প্রয়োগ করায় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মসিউজ্জামান পদত্যাগ করেছিলেন। এরপর ভোট পুনঃগণনার নামে সমিতির সম্পাদক পদ আওয়ামী সমর্থকরা দখল করেন বলে অভিযোগ ওঠে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূষিত শহরের তালিকায় শীর্ষে দিল্লি, ঢাকার খবর কী?

পাগলা মসজিদের দানবাক্সে ২৭ বস্তা টাকা, চলছে গণনা

ছাতকে ১৪৪ ধারা জারি

দাবদাহে নষ্ট হচ্ছে আমের গুটি, দুশ্চিন্তায় চাষিরা

শনিবার দিনটি কেমন যাবে আপনার?

মোস্তাফিজে মজেছেন পাথিরানা

ভারতে প্রথম দফায় রেকর্ড ভোটগ্রহণ

প্রাণিসম্পদ অধিদপ্তরে বড় নিয়োগ

আজকের নামাজের সময়সূচি

ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১০

শনিবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

১১

শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা, সাধারণ সম্পাদক ডিপজল

১২

ডেমরায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

১৩

ফের আচরণবিধি লঙ্ঘন করেছেন চেয়ারম্যান প্রার্থী, নীরব প্রশাসন

১৪

ভোটের তিন বছর পর কাউন্সিলর হচ্ছেন আলী আহাম্মদ

১৫

পাবনায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

১৬

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউপি সদস্যের মৃত্যু

১৭

শুধু আ.লীগের লোকজন ভিজিএফ ও টিসিবি কার্ড পাবে

১৮

ছেড়ে গেছেন সন্তানরা, সংসার টানছেন ১০৭ বছরের বৃদ্ধা

১৯

৫ হাজার টাকায় স্ত্রীকে ‘মাদক কারবারির’ হাতে তুলে ‍দিলেন স্বামী

২০
*/ ?>
X