
পুলিশি নিরাপত্তার মাঝে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে চলছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একতরফা নির্বাচন। নানা জল্পনায় ঘেরা এ নির্বাচনকে কেন্দ্র করে স্লোগান দিচ্ছে দুপক্ষ।
নির্বাচনকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নারী ও আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ (এপিবিএন) পাঁচ শতাধিক পুলিশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মোতায়েন থাকবে। অন্যদিকে আইনজীবীদের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে।
এর আগে দিনভর হট্টগোল, ধাওয়া-পাল্টাধাওয়ার মধ্য দিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে আওয়ামীপন্থি আইনজীবীরা ভোট প্রদান করলেও ভোট থেকে বিরত থেকেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। সে সময় পুলিশি হামলার ঘটনাও ঘটে।
যা নিয়ে আজ প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে দেখা করেছেন বিএনপি সমর্থক আইনজীবীরা। এ সময় সব শুনে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানানো হবে জানিয়েছেন তিনি।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি বিএনপিপন্থি জয়নুল আবেদিন জানিয়েছেন, আমরা প্রধান বিচারপতির কাছে বিচার চাইতে গিয়েছিলাম। আমাদের সমিতির সভাপতি ও সম্পাদক প্রার্থী তাদের সব বক্তব্য ও অভিযোগ উত্থাপন করেছেন। এ সময় প্রধান বিচারপতি সব শুনে বলেছেন, আমি এ বিষয়ে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাব।
তিনি বলেন, অতীতে এ ধরনের ঘটনা ঘটলে প্রধান বিচারপতি সমিতির সাবেক ও বর্তমান সভাপতি ও সম্পাদককে ডাকেন। কিন্তু বর্তমান প্রধান বিচারপতি বলেছেন তার নাকি সীমাবদ্ধতা রয়েছে। প্রধান এই অঙ্গনের অভিভাবক তার কাছে এই ধরনের ঘটনার বিচার না পেলে আমরা আর কোথায় যাব।