এসবি কর্মকর্তার গলায় ছুরি ধরে ছিনতাই, ৪ আসামি রিমান্ডে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক কর্মকর্তাকে গলায় ছুরি ধরে ছিনতাইয়ের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার চার আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিকের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। আদালতে পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা শাহ আলম বিষয়টি জানিয়েছেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- আকতার হোসেন, সোহেল, আবির হোসেন রাসেল ও মো. রনি।

এর আগে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক সালাহ উদ্দিন কাদের।

মামলার অভিযোগে বলা হয়, গত ১২ মে ভোরে অফিসে যাওয়ার পথে রাজারবাগ মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনের মোড়ে পৌঁছালে একটি পিকআপ ভ্যান পেছন থেকে এসবি কর্মকর্তা নার্গিস আক্তারের রিকশায় ধাক্কা দেয়। তখন অজ্ঞাতনামা দুই ছিনতাইকারী তার গলায় ছুরি ধরে ভয়ভীতি দেখিয়ে গলায় থাকা সোনার চেইন, মোবাইল ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় নার্গিস আক্তার বাদী হয়ে পল্টন থানায় মামলা করেন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com