
রাজধানীর শাহজাহানপুর থানার মামলায় জামায়াতে ইসলামীর তিন নেতাকর্মীর দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার ঢাকা মহানগর হাকিম সৈয়দ মোস্তফা রেজা নূরের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের শাহজাহানপুর থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক শাহ আলম বিষয়টি জানিয়েছেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- শাহজাহানপুর থানার জামায়াতে ইসলামীর সাবেক জেনারেল সেক্রেটারি মোশারফ হোসেন চঞ্চল, সদস্য শেখ মহম্মদ মাসুদ ও মো. খালেদ হোসেন খান।
এদিন তিন আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ১০ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, গত ৩০ ডিসেম্বর বিকেল ৩টার দিকে জামায়াতে ইসলামী বাংলাদেশ, ছাত্রশিবির ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মৌচাক থেকে মালিবাগ মোড়ের দিকে সরকার পতনের স্লোগান দেন। এ সময় অস্ত্রসজ্জিত হয়ে গণমিছিল নিয়ে শাহজাহানপুর এলাকায় গাড়ি ভাংচুর করেন। তাদের বাধা দিলে হত্যার উদ্দেশ্যে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন।