সিদ্দিকবাজারে বিস্ফোরণ : ভবন মালিকসহ ৩ জন রিমান্ডে

বিস্ফোরণে বিধ্বস্ত ভবন।
বিস্ফোরণে বিধ্বস্ত ভবন।ছবি : সংগৃহীত

রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় ভবনের দুই মালিকসহ তিনজনের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মাহবুব আলমের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন দুই মালিক ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান এবং ভবনের বেজমেন্টের স্যানিটারি ব্যবসায়ী মিন্টু।

এদিন তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। এরপর ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রত্যেকের দশ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আব্দুল মাবুদ।

অন্যদিকে আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করে। এ সময় রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com