
২০ কোটি ৭৪ লাখ ৪৭ হাজার টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় বিএনপি নেতা মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান এ চার্জশিট গ্রহণ করেন।
এদিন আব্বাস দম্পতি আদালতে হাজিরা দেন। তাদের উপস্থিতিতে আদালত এ মামলার চার্জশিট গ্রহণ করেন। এরপর মামলাটি বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত-৬ বদলির আদেশ দেন।
২০১৯ সালের ৭ জুলাই রাজধানীর শাহজাহানপুর (ডিএমপি) থানায় দুদকের সাবেক সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. সালাহউদ্দিন মামলাটি দায়ের করেন। মামলায় ২০ কোটি ৭৬ লাখ ৯২ হাজার টাকার সম্পদ অভিযোগে আনা হয়েছিল। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক মোহা. নুরুল হুদা আদালতে মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।