সেপটিক ট্যাংক থেকে যুবকের মরদেহ উদ্ধার, দুজনের বিচার শুরু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর দক্ষিণখানে মসজিদের সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ আজহার নামে এক যুবকের ছয় টুকরা মরদেহ উদ্ধারের ঘটনায় তার স্ত্রী আসমা আক্তার ও মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমানের বিচার শুরু হয়েছে। আজ রোববার ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুর্শিদ আহাম্মদের আদালত অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।

এদিন দুই আসামিকে আদালতে হাজির করা হয়। তাদের উপস্থিতিতে অভিযোগ গঠন শুনানি শুরু হয়। শুনানিতে তাদের আইনজীবী নির্দোষ দাবি করে অব্যাহতি প্রার্থনা করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২০ জুলাই দিন ধার্য করেন।

এর আগে হত্যাকাণ্ডের ঘটনায় দক্ষিণখান থানায় হত্যা মামলা হলে তদন্ত শেষে গত ১৩ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক ফারুক মিয়া আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলার চার্জশিটে বলা হয়, রাজধানীর দক্ষিণখানের সরদারবাড়ি জামে মসজিদে দীর্ঘ ৩০-৩৫ বছর ধরে ইমামতি করে আসছিলেন আব্দুর রহমান। সেই সূত্রেই ওই এলাকার ভাড়াটিয়া আজহারুলের পরিবারের সঙ্গে তার সুসম্পর্ক গড়ে ওঠে। নিজের ছেলেকে নিয়ে ইমামের কাছে আরবি পড়তে যেতেন পোশাক শ্রমিক আজহারুল। সুযোগ পেলে ইমাম আব্দুর রহমানও চলে আসতেন আজহারুলের বাসায়। একপর্যায়ে আজহারুলের স্ত্রী আসমার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন আব্দুর রহমান। আর সেই পরকীয়ার বলি হন আজহারুল। তাকে মসজিদে খাওয়ার দাওয়াত দিয়ে ডেকে হত্যা শেষে লাশ সেফটিক ট্যাংকে ফেলে দেয় আব্দুর রহমান।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com