অ্যাটর্নি জেনারেল যা জানালেন

আবু মোহাম্মদ আমিন উদ্দিন।
আবু মোহাম্মদ আমিন উদ্দিন।

অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এ সময় তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে যে সমস্যা দেখা দিয়েছে তা আইনজীবীদেরই সমাধান করতে বলেছেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন।

আজ বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি। অ্যাটর্নি জেনারেল বলেন, প্রধান বিচারপতি বলেছেন যেহেতু বার অ্যাসোসিয়েশনের সমস্যা সেহেতু আইনজীবীরাই বিষয়টি দেখবেন। তবে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি।

এর আগে হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে দেখা করেছেন বিএনপি সমর্থক আইনজীবীরা। এ সময় সব শুনে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি বিএনপিপন্থি জয়নুল আবেদিন জানিয়েছেন, আমরা প্রধান বিচারপতির কাছে বিচার চাইতে গিয়েছিলাম। আমাদের সমিতির সভাপতি ও সম্পাদক প্রার্থী তাদের সব বক্তব্য ও অভিযোগ উত্থাপন করেছেন। এ সময় প্রধান বিচারপতি সব শুনে বলেছেন, আমি এ বিষয়ে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাব।

তিনি বলেন, অতীতে এ ধরনের ঘটনা ঘটলে প্রধান বিচারপতি সমিতির সাবেক ও বর্তমান সভাপতি ও সম্পাদককে ডাকা হবে। কিন্তু বর্তমান প্রধান বিচারপতি বলেছেন তার নাকি সীমাবদ্ধতা রয়েছে। প্রধান এই অঙ্গনের অভিভাবক তার কাছে এ ধরনের ঘটনার বিচার না পেলে আর কোথায় যাব।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com