
গাজীপুরের টঙ্গীতে দুর্ধর্ষ ডাকাত দল বাসায় হানা দিয়ে অস্ত্রের মুখে লোকজনকে জিম্মি রেখে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে টঙ্গীর সাতাইশ পশ্চিমপাড়া এলাকার ফারুক আহমেদের বাড়িতে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা জানান, ফারুক আহমেদের তিনতলা বাড়ির দ্বিতীয়তলায় রান্নাঘরের গ্রিল কেটে ৭-৮ ডাকাত ঘরে প্রবেশ করে। এরপর আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রের মুখে তাদের হাত-মুখ বেঁধে ফেলে প্রায় ২২ ভরি পরিমাণের স্বর্ণালংকার ও নগদ ১০ লক্ষাধিক টাকা নিয়ে গেছে।
টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম জানান, খবর পেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী জোনের এসি মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।