বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

২০০ কোটি টাকা মূল্যমানের দেশি ও বিদেশি জাল মুদ্রাসহ গ্রেপ্তার ৪

২০০ কোটি টাকা মূল্যমানের দেশি ও বিদেশি জাল মুদ্রাসহ গ্রেপ্তার ৪

রাজধানী ঢাকার দারুস সালাম থানা এলাকা থেকে বাংলাদেশি জালটাকা, রেভিনিউ স্ট্যাপ ও বিদেশি জাল মুদ্রাসহ জালিয়াত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা-তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধারকারী টিম।

আজ শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, গত ১ ফেব্রুয়ারি রাতে ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দারুস সালাম থানা এলাকা থেকে জালটাকা, ভারতীয় রুপি, আমেরিকান ডলার ও রেভিনিউ স্ট্যাম্প প্রস্তুতকারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তারা হলেন উজ্জ্বল দাস ওরফে সোবহান শিকদার (৩৪), আব্দুর রশিদ (৫৫), মো. মমিনুল ইসলাম (৪৬) ও শাহ মো. তুহিন আহমেদ ওরফে জামাল (৪০)।

তাদের হেফাজত থেকে ২৭ লাখ টাকা মূল্যমানের বাংলাদেশি জালনোট এক কোটি ২০ লাখ মূল্যমানের জাল রেভিনিউ স্ট্যাম্প, বাংলাদেশি ২০০ টাকার নোট সদৃশ জালটাকা বানানোর দুটি তামার প্লেট, ১৩টি জালটাকা তৈরির স্ক্রিন ফ্রেম, বিভিন্ন সাইজের জালটাকা তৈরির সিকিউরিটি সুতা, দুটি জাল রেভিনিউ স্ট্যাম্প তৈরির পজেটিভ (ফর্মা), ৯টি ফয়েল পেপার, দুটি জালটাকা কাটার কাজে ব্যবহৃত গ্লাস, ১০টি স্ট্রেচিং পেপার, ২৫টি রঙের কৌটা, একটি হটগান, একটি লেমিনেটিং মেশিন, একটি এইচপি ল্যাপটপ, একটি এপসন প্রিন্টার, দুটি ডাইস, ১০টি স্ক্রিন তৈরির কাপড়, এক হাজার পাতা সিকিউরিটি সুতাযুক্ত সাদা কাগজ, এক হাজার ২১০ পাতা সাদা কাগজসহ জালটাকা, রেভিনিউ স্ট্যাপ ও বিদেশি জাল মুদ্রা তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

ডিবিপ্রধান বলেন, চক্রের মূল হোতা উজ্জ্বল দাস ওরফে সোবহান শিকদারকে গ্রেপ্তারের পর তার সহযোগী অন্যদের নাম-ঠিকানা ও বাকিদের নাম প্রকাশ করে। তার দেওয়া তথ্য-উপাত্ত ও শনাক্তমতে একই দারুস সালাম থানা এলাকার একটি বহুতল ভবনের ৫ম তলার ফ্ল্যাট বাসায় অভিযান চালিয়ে বিভিন্ন দেশের জালনোট, রুপি, ডলার ও রেভিনিউ স্ট্যাম্প প্রস্তুতকালে সর্বমোট প্রায় দুইশ কোটি টাকা মূল্যমানের জালটাকা, রুপি, ডলার, রেভিনিউ স্ট্যাম্প ও সরঞ্জাম-উপকরণসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, বিগত কয়েক বছর ধরে এ সংঘবদ্ধ চক্রটি বিভিন্ন দেশের নোট ও রেভিনিউ স্ট্যাম্প জাল-জালিয়াত চক্রটি ঢাকার মতিঝিল এলাকা থেকে প্রয়োজনীয় কাগজ, নয়াবাজার ও মিডফোর্ট হতে রঙ, ফয়েল ও পজেটিভ সংগ্রহ করতে সামগ্রিক কার্যক্রম সম্পন্ন করে থাকে। উদ্বেগের বিষয় হচ্ছে, বর্তমান বিশ্ববাজারে ডলার সংকট হওয়ায় আসামিরা ভারতীয় জাল রুপি ও আমেরিকান জাল ডলার বিদেশে ও পাচার করছে বলে প্রাথমিকভাবে জানা যায়।

তাছাড়া কম মূল্যমানের নোট যেমন ১০০ ও ২০০ টাকার নোটও জাল হচ্ছে, যা প্রায় খালি চোখে ধরা অসম্ভব। এতে বাজারে জালটাকা সয়লাব হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, যা দেশীয় অর্থনীতির জন্য বড় ধরনের হুমকিস্বরূপ।

তাদের কাছে থেকে যে পরিমাণ জালটাকা তৈরির কাগজ ও অন্যান্য উপকরণ পাওয়া গেছে তা দিয়ে আগামী ঈদুল ফিতর এর আগে প্রায় ২০০ কোটি টাকা মূল্যমানের দেশি-বিদেশি জাল মুদ্রা এবং রেভিনিউ স্ট্যাম্প তৈরি করে বাজারজাত করা সম্ভব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচতে কুমিল্লায় গাছ লাগাচ্ছে ছাত্রলীগ

ফরিদপুরের ঘটনা আদিম যুগের বর্বরতাকেও হার মানিয়েছে : আব্দুর রহমান

২৪ ঘণ্টায় যুবলীগ ও ছাত্রলীগের ২ কর্মী খুন

ইরান-ইসরায়েল সংঘাতে বিপদে জর্ডান

‘হারল্যান স্টোর’ মিরপুর-১০ শাখার উদ্বোধন করলেন নুসরাত ফারিয়া

ভোলায় হিটস্ট্রোকে যুবকের মৃত্যু

ফিতরা জাকাতের টাকা চেয়ে খুদে বার্তায় প্রতারণার ফাঁদ

এক সপ্তাহের মধ্যেই পরমানু বোমার ইউরেনিয়াম পাবে ইরান!

ননদের বিয়েতে টিভি উপহার দিতে চাওয়ায় স্বামীকে হত্যা

মেঘনা নদীতে ভেসে এলো খণ্ডিত পা

১০

ঈশ্বরদীতে হিটস্ট্রোকে স্বর্ণকারের মৃত্যু

১১

সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাইক’ পুরস্কৃত

১২

নারী চিকিৎসকের সেবা নেওয়া রোগীদের বেঁচে থাকার সম্ভাবনা বেশি : গবেষণা

১৩

সরকারকে পরাজয় বরণ করতেই হবে : মির্জা ফখরুল

১৪

দেশে ফিরে কারাগারের লোমহর্ষক বর্ণনা দিলেন তারা

১৫

হরমোনজনিত সমস্যায় দেশের ৫০ শতাংশ মানুষ, জানেন না ৯০ শতাংশই

১৬

আনু মুহাম্মদের পায়ে আবারও অস্ত্রোপচার করা হবে

১৭

বুয়েটে হিযবুত ও শিবিরের কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশই শুধু সমস্যা!

১৮

রেজওয়ানা চৌধুরী বন্যাকে সংবর্ধনা দিল বিমান 

১৯

আরও ৩ দিন হিট অ্যালার্ট জারি

২০
*/ ?>
X