ঢাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি

ঢাকায় ঝুম বৃষ্টি।
ঢাকায় ঝুম বৃষ্টি।ছবি : ইশতিয়াক আহমেদ স্বাগত

রাজধানীতে বৃষ্টির দেখা পেল নগরবাসী। সঙ্গে রয়েছে ঝড়। আজ বুধবার সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। এমন মেঘ যেন সকালেই সন্ধ্যা নেমে এলো। এরপর সাড়ে ৯টার দিকে শুরু হয় ঝোড়ো হাওয়া, সঙ্গে বৃষ্টি। আগামী কিছুদিন এ অবস্থা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

ঢাকায় গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর বৃষ্টি ঝরেছে। এতে নগরবাসীর মধ্যে স্বস্তির ভাব ফিরে আসে। কারণ, গত রোববার ঘূর্ণিঝড় মোখা উপকূল স্পর্শ করে চলে যাওয়ার পরও বৃষ্টি হয়নি রাজধানীতে। তবে দেশের নানা প্রান্তে হয়েছে এই বৃষ্টি।

আবহাওয়া অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টির পরিমাণ ছিল তিন মিলিমিটার। আজও বৃষ্টি হবে রাজধানীতে, তবে এর পরিমাণ খুব না হওয়ারই সম্ভাবনা বেশি। এ সময় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

আজ সকাল ছয়টায় ঢাকা ও এর আশপাশের এলাকার জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া আগামী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আকাশ মেঘলা থাকতে পারে। অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার বেগে হাওয়া বয়ে যেতে পারে। এটি দমকা হাওয়া আকারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com