ডিজিটাল বাংলাদেশ স্মার্ট হতে যাচ্ছে : চুমকি

শোভাযাত্রায় বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
শোভাযাত্রায় বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।ছবি : কালবেলা

ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে পরিণত হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। তিনি বলেন, এজন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বুধবার বেলা ৩টার দিকে মেহের আফরোজ চুমকি শোভাযাত্রা উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শুরু হয়ে বাংলাদেশ শিশু একাডেমিতে শেষ হয়।

চুমকি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সময়ই নারীদের উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। নারীদের কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নারী উদ্যোক্তা তৈরিতে সরকার ঋণ প্রকল্পসহ বিভিন্ন ধরনের সহায়তা দিচ্ছে।’

শোভাযাত্রায় অংশ নেন—মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিবুজ্জামান, মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, ইউ এন উইমেনের কান্ট্রি রিপ্রেজেনটিভ গীতাঞ্জলী সিং, দীপ্ত ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জাকিয়া খানমসহ অনেকে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com