কুনিপাড়া বস্তির আগুন নিয়ন্ত্রণে

ফায়ার সার্ভিসের ১১ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে।
ফায়ার সার্ভিসের ১১ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে।ছবি : কালবেলা

ঢাকার তেজগাঁও কুনিপাড়ার রোলিং মিল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ সোমবার ফায়ার সার্ভিসের ১১ ইউনিটের চেষ্টায় ১০টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. শাহজাহান জানান, আজ সোমবার রাত ৭টা ৫৩ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের ১১ ইউনিট সেখানে কাজ করছে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com