
রূপকল্পের সব সূচক অর্জনের মধ্য দিয়ে লক্ষ্যমাফিক দেশ এগিয়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। তিনি বলেন, প্রথম রূপকল্পে আমরা উল্লেখ করেছিলাম ২০১০ সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে, সেখানে ২০১৫ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। মধ্যম আয়ের দেশ মানে তখন মাথাপিছু আয়ের পরিমাণ ছিল ১২৭৩। পরিকল্পনা অনুযায়ী প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলোতেও আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও সহায়তায় লিঙ্গ সমতার লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। দেশটা লক্ষ্যমাফিক এগিয়েছে।
আজ বুধবার রাজধানীর শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের ২০২৩ সালে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর এই সদস্য বলেন, আমরা ২০১০ সালে বলেছিলাম ২০২১ সালে মাথাপিছু আয় দুই হাজার ডলার হবে, সেটি ২ হাজার ৩৭০ ডলার হয়েছিল। অর্থাৎ যা যা আমরা পরিকল্পনায় লিখেছিলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও সহায়তায় সব সূচকই আমাদের অর্জিত হয়েছে। পরিকল্পনা বাস্তবায়নের ধারাবাহিকতায় আমরা এখন উন্নয়নশীল দেশ। এসব অর্জনগুলো হয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহমেদ ভুঁইয়াসহ অনেকেই।