ফ্যানের সঙ্গে ঝুলছিল তরুণীর মরদেহ

পুরোনো ছবি।
পুরোনো ছবি।

রাজধানীর কদমতলির জুরাইনের একটি বাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। তার নাম মুন্নি আক্তার (২৬)।

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অচেতন অবস্থায় ওই তরুণীকে রুবেল নামের এক যুবক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক সেই তরুণীকে মৃত ঘোষণা করেন।

ওই যুবক নিজেকে ওই তরুণীর স্বামী বলে পরিচয় দেন। তিনি জানান, দেড় বছর আগে প্রেম করে মুন্নির সঙ্গে তার বিয়ে হয়। তবে মুন্নির এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকে জুরাইনের আলম মার্কেট সংলগ্ন মদিনা মসজিদ গলির তিনতলার একটি বাড়ির নিচ তলায় ভাড়া থাকেন। মুন্নি আগে পোশাক কারখানায় কাজ করতেন। ২০ দিন আগে রুবেল নিজেই মুন্নিকে কাজ ছেড়ে দিতে বলেন। এরপর থেকে তিনি বাসায় থাকতেন।

রুবেলের দাবি, আজ বিকেলে প্রতিবেশী ভাড়াটিয়ার সঙ্গে মুন্নির ঝগড়া হয়। এ কারণে মুন্নিকে বকা দিয়ে বাসার বাইরে চলে যান তিনি। কিছুক্ষণ পর বাসায় ফিরে রুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকি করেও সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে নামিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ওই তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন দাবি করেছেন রুবেল। জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com