কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় যুবক নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় রেললাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (২৫) এক যুবক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলী আকবর জানান, বিকেলে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারো সিন্ধুর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই যুবক মারা যায়। তার নাম-ঠিকানা পাওয়া যায়নি। ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com