
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় রেললাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (২৫) এক যুবক নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে।
বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলী আকবর জানান, বিকেলে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারো সিন্ধুর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই যুবক মারা যায়। তার নাম-ঠিকানা পাওয়া যায়নি। ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।