
রাজধানীর ডেমরা থানার আমলিয়া মডেল টাউন শূন্যা টেংরা এলাকায় মিরাজ হোসেন (২৫) নামের এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় গামছা পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড) মর্গে পাঠায়।
ডেমরা থানার ওসি শফিকুর রহমান বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় বের করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। হত্যাকারীকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, মিরাজ পেশায় রিকশাচালক ছিলেন। তিনি শ্যামপুর থানার বটতলা ব্রিজ এলাকায় থাকতেন। তার বাড়ি বরিশাল জেলার কাউনিয়া থানার চরকমিশন গ্রামে। তিনি ওই এলাকার মৃত আলী হোসেনের ছেলে। এ ঘটনায় ডেমরা থানায় একটি মামলা হয়েছে।