
রাজধানীতে পাথরবোঝাই চলন্ত ট্রাক থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে ইয়াদ আলী (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে পূর্ব বাড্ডার কৃষি ব্যাংক রোডে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। এ ঘটনায় ট্রাকচালক ও হেলপারকে জনতা গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে বলে নিশ্চিত করেছেন বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল পারভেজ।
তিনি জানান, ভোর রাতে পাথরবোঝাই একটি ট্রাক পূর্ব বাড্ডায় আসে। ওই ট্রাকের উপড়েই ঘুমিয়ে ছিলেন শ্রমিক ইয়াদ আলী। পূর্ব বাড্ডা কৃষি ব্যাংক রোডে পৌঁছালে জোড়ে ব্রেক করে চালক। ঠিক তখনই চলন্ত ট্রাক থেকে পড়ে যান শ্রমিক ইয়াদ আলী। তখন ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে সকাল ৬টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয় এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
নিহতের চাচাতো ভাই হেলাল উদ্দিন জানান, ইয়াদ আলী শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার হালগড়া গ্রামের সমেজ আলীর ছেলে। বর্তমানে উত্তরা আব্দুল্লাহপুর পশ্চিমপাড়ায় থাকতেন।