নির্যাতন প্রতিরোধে ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের সচেতনতামূলক সভা

নির্যাতন প্রতিরোধে ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের সচেতনতামূলক সভা

আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের অংশ হিসেবে সুবিধাবঞ্চিত জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঢাকার কড়াইলে সচেতনতামূলক সভার আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন। পারিবারিক সহিংসতা থেকে শুরু করে বিভিন্ন সাইবার অপরাধ এবং সামাজিক অপরাধের বিভিন্ন দিক নিয়ে সভায় উপস্থিত মেয়ে শিশুদের সচেতন করা হয়।

শিশুদের এসব ঘটনা থেকে দূরে থাকা এবং তার শিকার হলে আইনি সহায়তা পাওয়ার প্রক্রিয়া নিয়ে বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হয়।

সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের  উপপুলিশ কমিশনার হুমায়রা পারভীন। আরও উপস্থিত ছিলেন—ডিভিশনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার, ইন্সপেক্টর, বনানী থানার ওসিসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

কড়াইল বস্তির সুবিধাবঞ্চিত নারীরা তাদের যাপিত জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে উপস্থিত কর্মকর্তাদের প্রশ্ন করেন ও তাদের সমস্যার কথা জানান। উপস্থিত কর্মকর্তারা তাদের সমস্যা সমাধানে বিভিন্ন পরামর্শ দেন। প্রয়োজনে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের হটলাইন নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়।

আলোচনা শেষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত নারীদের নিয়ে কেক কাটা হয় এবং নারী ও শিশুদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com