তুরাগে ডাচ্-বাংলা ব্যাংকের সোয়া ১১ কোটি টাকা ছিনতাই

তুরাগে ডাচ্-বাংলা ব্যাংকের সোয়া ১১ কোটি টাকা ছিনতাই
ছবি : সংগৃহীত

এটিএম মেশিনে টাকা রিফিল করতে যাওয়ার পথে বেসরকারি ব্যাংক ডাচ্-বাংলার গাড়ি থেকে ১১ কোটি ২৫ লাখ টাকা ছিনতাই হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে রাজধানীর তুরাগ এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, সকালে মাইক্রোবাসে করে ডাচ্-বাংলা ব্যাংকের নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা মিরপুরে ব্যাংকের অফিস থেকে টাকা নিয়ে সাভার এলাকার দিকে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

পুলিশ কর্মকর্তা আরও জানিয়েছেন, একদল সশস্ত্র লোক গাড়িটি আটকে অস্ত্রের মুখে টাকা লুট করে।

তিনি বলেন, আমরা অপরাধীদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারের চেষ্টা করছি।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com