আদাবরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর আদাবরে ঢাকা উদ্যান এলাকায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ঘটনাটি ঘটে। শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।

আদাবর থানার ওসি শাকের মোহাম্মদ জুবায়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শিশুটি পরিবারের সঙ্গে মোহাম্মদপুর এলাকায় থাকে। গরিব পরিবারের সন্তান। ঘটনার বিস্তারিত জানার জন্য একাধিক পুলিশের টিম কাজ করছে। বিস্তারিত এখনো কিছু জানা যায়নি; তবে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে।

এদিকে হাসপাতালে শিশুটির বাবা জানান, মোহাম্মদপুর এলাকা থেকে গত রাতে একটি সিএনজিতে চড়ে তার শিশুকে আদাবরের ঢাকা উদ্যান এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয়। এরপর শিশুটিকে মোহাম্মদপুর এলাকায় রেখে পালিয়ে যায় ধর্ষক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) সমন্বয়কারী ডা. আফরোজা বলেন, শিশুটির প্রস্রাবের রাস্তায় ইনজুরি আছে। শিশুটি বর্তমানে চিকিৎসাধীন আছে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com