ঢাকায় ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

সভাপতি (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক।
সভাপতি (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক।ছবি: সংগৃহীত

ঢাকায় ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের (২০২৩-২৪) এক বছরের জন্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় এই কমিটি গঠন করা হয়।

এই কমিটি আগামী এক মাসের মধ্যে একটি গঠনতন্ত্রের খসড়া তৈরি করবে। একটি ইফতার আয়োজন করবে মর্মে সিদ্ধান্ত হয়।

নতুন কমিটির নেতারা হলেন সভাপতি মাহাবুর আলম সোহাগ (ঢাকা পোস্ট), সিনিয়র সহসভাপতি মসিউর রহমান (যমুনা নিউজ), সহসভাপতি মানিক মুনতাসির (বাংলাদেশ প্রতিদিন), সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন (কালের কণ্ঠ), যুগ্ম সম্পাদক নিলাদ্রী শেখর (চ্যানেল আই) ও মাসুদুর রহমান রানা (চ্যানেল টোয়েন্টিফোর), অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম (জাগোনিউজ), সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন (জিটিভি), দপ্তর ও প্রচার সম্পাদক আবদুল লতিফ (একাত্তর টিভি), নারী-প্রশিক্ষণ ও প্রযুক্তি সম্পাদক ইসমত জেরিন স্মিতা (বিটিভি), ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক কাওসারা চৌধুরী কুমু (ডিবিসি)।

নির্বাহী সদস্য ৫ জন হলেন—গোলাম মর্তুজা অন্তু (প্রথম আলো), নাইম আল জিকো (নিউজ টোয়েন্টিফোর), শফিকুল ইসলাম (কালবেলা), ফারুক হোসাইন (ইনকিলাব), শামীম রহমান (বণিক বার্তা) ও আজাদ হোসেন (বিডি টোয়েন্টিফোর লাইভ)।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com