
রাজধানীর আজিমপুরে একটি নির্মাণাধীন ভবনের পঞ্চম তলা থেকে পড়ে এক শ্রমিক মারা গেছেন। ২৭ বছর বয়সী ওই শ্রমিকের নাম বিপ্লব।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আজিমপুর উত্তর কলোনির নির্মাণাধীন ভবনে কাজ করার সময় পড়ে যান বিপ্লব। আহত অবস্থায় তার সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীনে দুপুর সোয়া ৩টার দিকে তিনি মারা যান।
বিপ্লব নীলফামারীর জলঢাকা উপজেলার আনোয়ার হোসেনের ছেলে। বর্তমানে আজিমপুরে ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন।
নিহত বিপ্লবের চাচা মো. মোতালেব হোসেন বলেন, ‘আমরা ওই নির্মাণাধীন ভবনে কাজ করি। বিপ্লব রাজমিস্ত্রীর কাজ করত। আজকে বিপ্লব ১০ তলা নির্মাণাধীন ভবনের পঞ্চম তলায় একটি মেশিন দ্বারা উপরে মালামাল উঠানোর সময় পা পিছলে নিচে পড়ে যায়।’
লালবাগ থানার এএসআই মোজাম্মেল হক জানান, বিস্তারিত ঘটনা জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।