হাজারীবাগে বুয়েটছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি বাসা থেকে রাকিবুল হোসেন রাফি (২১) নামে এক বুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হাজারীবাগ বাড্ডানগর লেনের বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

রাফি বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবার নাম মো. ইসহাক। দুই ভাই এক বোনের সবার ছোট ছিলেন রাফি।

হাজারীবাগ থানার এসআই মো. হানিফ হোসেন জানান, সংবাদ পেয়ে বেলা ১১টার দিকে হাজারীবাগ বাড্ডানগর লেন পানির ট্যাংকির পাশে একটি বাড়ির পাঁচতলা থেকে রাফির মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় তার লাশ ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার কারণ পরিবার থেকে এখনো জানা যায়নি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com