
হিরোস প্রকল্পের আওতায় সিডব্লিউসিএসের আয়োজনে রাজধানীর ইস্কাটন রোডে নিজ কার্যালয়ের মিলনায়তনে গতকাল শনিবার বেলা ২টায় টু প্রমোট চাইল্ড রাইটস অব সেক্সুয়ালি অ্যাবিউজ অ্যান্ড এক্সপ্লয়েট চিলড্রেন শীর্ষক অভিভাবক-শিক্ষার্থীদের মতবিনিময় সভা হয়েছে।
স্বাগত বক্তব্যে সিডব্লিউসিএসের সভাপতি অধ্যাপক ইশরাত শামীম বলেন, হিরোস প্রকল্পের মাধ্যমে যৌথভাবে রেড হার্ট ক্যাম্পেইন করছি। এর মাধ্যমে ধর্ষণের শিকার শিশুদের অধিকার রক্ষায় কাজ করছি। তাদের মধ্যে সচেতনতা তৈরিতে অভিভাবক, শিক্ষকদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। যাতে তারা ভিকটিমদের সঙ্গে সুন্দর ব্যবহার করেন।
স্পেনের মাদ্রিদের জিএএসএসের সিনিয়র রিসার্চার এনা লুকিলা সেনডোভাল ওরোজকো ভিডিও বার্তায় যুক্ত হয়ে বলেন, আন্তর্জাতিকভাবে মানবপাচার প্রতিরোধে এবং নারী শিশুর অধিকার রক্ষায় কাজ করছে, শিশুরা যাতে মানবপাচারের শিকার না হয়। এজন্য তাদের মধ্যে সচেতনতা তৈরি করা হচ্ছে। হিরোস এ লক্ষ্যে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করছে।
ইউনিভার্সেল টিউটোরিয়ালের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নাসিম ইকবাল বলেন, সন্তানের জন্য মা-বাবাকে সময় দিতে হবে। সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে।
অন্যদের মধ্যে বক্তব্য দেন—সিডব্লিউসিএসের সহসভাপতি তাসকিন ফাতেমা মোনা, নুসরাত সুলতানা, দৈনিক কালবেলার সিনিয়র রিপোর্টার রীতা ভৌমিক, অভিভাবক উম্মে খুরম, সামিয়া হায়দারসহ অনেকে।