ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ২১ মার্চ ২০২৩, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা খতিয়ে দেখার দাবি

আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা খতিয়ে দেখার দাবি

রাজধানীর নীলক্ষেত মোড়ে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন হয়েছে। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ এই সংবাদ সম্মেলন করে।

আজ মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক শরীফুল হাসান শুভর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ রাসেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাবি শাখার আহ্বায়ক সানোয়ারুল হক সনি, ঢাবি শাখার সদস্য সচিব এ আর খোকন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মুক্তা সুলতানা, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জনি, সদস্য এসএম ইমনসহ অনেকে।

সভাপতির বক্তব্যে সংগঠনের আহ্বায়ক শরিফুল হাসান শুভ বলেন, গত ১৮ মার্চ জাতীয় প্রেস ক্লাবে সারা দেশ থেকে আগত শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ছিল। কিন্তু সমাপ্তি ঘোষণার পর একদল পুলিশকে আমাদের ওপর লেলিয়ে দেওয়া হয়। বিষয়টি খতিয়ে দেখার জন্য আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি জানাই। কারণ নির্বাচনের বছরে এমন আক্রমণ সন্দেহজনক। আমাকে পেছন থেকে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আক্রমণ করে। আমরা তাকে শনাক্ত করেছি।

তিনি আরও বলেন, যেই নির্বাচনী ইশতেহারেই ছিল চাকরির প্রবেশের বয়সসীমা বৃদ্ধি, সেই বয়সসীমা বাড়াতেই কেন শিক্ষার্থীদের মাঠে নামতে হচ্ছে? যেখানে বাংলাদেশ ব্যাংকে বিনামূল্যে আবেদন করা যায়, বাংলাদেশ ব্যাংকের অধিভুক্ত ব্যাংকের আবেদন ২০০ টাকায় করা হলে বাকি মন্ত্রণালয়গুলোতে কেন হবে না? এ বিষয়ে আমরা জনপ্রশাসন প্রতিমন্ত্রীর মন্তব্য চাই।

ঢাবি শাখার সদস্য সচিব এ আর খোকন বলেন, ১৮ তারিখের শিক্ষার্থী সমাবেশের অবস্থান কর্মসূচি রাষ্ট্রপতির আগমনে প্রেস ক্লাবে স্থানান্তরিত হয়। আমরা নারী দিবস পালন করছি, নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলছি, কিন্তু সব জায়গায় নারীরা লাঞ্ছিত হচ্ছে। সংগঠনের আহ্বায়ক শরীফুল হাসান শুভকে জিজ্ঞাসাবাদের জন্য গভীর রাতে মোহাম্মদপুর থেকে নিউমার্কেট থানায় আনা হয়। অথচ আনরা দেখেছি, করোনাকালে পুলিশ পোস্টারিং করল ‘পুলিশ হবে জনতার’ কিন্তু নীলক্ষেতে আমাদের ওপর যে আক্রমণ হলো সেটা কি জনতার পুলিশের আচরণ?

কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মুক্তা আপু আমাদের সঙ্গে ছিলেন। তার ওপরও হামলা চালানো হয়। পুরুষ পুলিশ কীভাবে একজন নারীর ওপর হামলা চালাতে পারেন? আমাদের অন্তত ১০-১২ জন শিক্ষার্থী আহত হন সেদিন।

যা ঘটেছিল

গত ১৮ মার্চ নীলক্ষেত মোড়ে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর, চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত আইন অনুষদে বঙ্গবন্ধু নামে বঙ্গবন্ধু ল’ কমপ্লেক্স, (বঙ্গবন্ধু চেয়ার এবং একটি ম্যুরাল) স্থাপনের দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ হামলা করলে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসার কাছে বিক্রি হলো সিনেমা হল

ভালোবাসার অর্থনীতি

বিভিন্ন পদে জনবল নিয়োগ দেবে ঢাকা বিআরটি

ড্রেনে বোতল-পলিথিন না ফেলতে যুবকদের সচেতনতা

শসার মণ ১শ টাকা, লোকসানে চাষিরা

বাজেটে ইন্টেরিয়র সেক্টর: আমাদের প্রত্যাশা

শিল্পী ধ্রুব এষকে বিএসএমইউতে ভর্তি

এফএ কাপের সেমিফাইনালে হলান্ডের খেলা নিয়ে সংশয়

চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে

নিত্যপণ্যের তুলনায় তামাকপণ্য সস্তা, দাম বাড়ানোর দাবি

১০

মোটরসাইকেল সড়কের বড় উপদ্রব : ওবায়দুল কাদের

১১

ভোলায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

১২

দেশের বাজারে কমলো সোনার দাম

১৩

এসএসসি পাসে বিভিন্ন পদে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

১৪

তুরস্কের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন হামাস প্রধান

১৫

ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ

১৬

নব্য বাকশাল কায়েম করেছে সরকার: মির্জা ফখরুল

১৭

বিএটি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন মনীষা আব্রাহাম

১৮

আলুর দামে নাভিশ্বাস

১৯

যে কারণে মোস্তাফিজের ওপর চটেছেন জাদেজা

২০
*/ ?>
X