কুড়িলে ট্রেনের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

কুড়িলে ট্রেনের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত
প্রতীকী ছবি

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় জিসান হোসেন বাঁধন (১৪) নামের এক মাদ্রাসাছাত্র মারা গেছে। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মামার বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হয় ওই কিশোর। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

জিসান ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার বাবুল মিয়ার ছেলে। চার ভাইয়ের মধ্যে সবার বড় ছিল জিসান।

জিসানের বড় মামা মো. সোহাগ জানান, জিসান গ্রামের একটি মাদ্রাসায় নবম শ্রেণিতে পড়ত। জিসানের ছোট মামা অপুর বিয়ের অনুষ্ঠানে গাজীপুর গিয়েছিল। অনুষ্ঠান শেষে আজ সকালে মামা অপু ও মামির সঙ্গে একটি মাইক্রোবাসে করে ঢাকার সদরঘাট যাচ্ছিল গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। পথে কুড়িল বিশ্বরোড এলাকায় প্রকৃতির ডাকে সাড়া দিতে গাড়ি থেকে রেললাইনের পাশে যায় জিসান। হঠাৎ একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পায় জিসান। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় আহত হয় জিসান। পরে স্বজনরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com