শান্তিবাগে বিদ্যুৎস্পর্শে হোটেল কর্মচারীর মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর শান্তিবাগে একটি খাবারের হোটেলে বিদ্যুৎস্পর্শে উজ্জ্বল মালাকার (২২) নামে এক কর্মচারী মারা গেছেন। আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে শান্তিবাগ মগাহাজীর গলির ‘বিসমিল্লাহ’ খাবার হোটেলে এ দুর্ঘটনা ঘটে।

মৃত উজ্জ্বলের বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার চর শিমুলিয়া গ্রামে। বাবার নাম সেলিম মালাকার। বর্তমানে তিনি শান্তিবাগ এলাকার একটি বাসায় থাকতেন।

বিসমিল্লাহ হোটেলের ম্যানেজার মো. সুলতান গাজী জানান, উজ্জ্বল দুপুরে হোটেলটির পেছনের অংশে একা একা বসে পানিতে পেপে ধোয়ার কাজ করছিলেন। জুমার নামাজ পড়ে এসে দেখতে পান বিদ্যুতায়িত হয়ে অচেতন অবস্থায় পড়ে আছেন। প্রথমে তাকে খিদমাহ হাসপাতালে এবং সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, অচেতন অবস্থায় উজ্জ্বলকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বিকেল সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন। হোটেল ম্যানেজার দাবি করেছেন, বিদ্যুৎস্পর্শে উজ্জ্বল মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com